বাংলাহান্ট ডেস্ক: জি বাংলার সিরিয়ালগুলির মধ্যে জনপ্রিয়তার নিরিখে একেবারে প্রথম দিকেই থাকবে ‘কৃষ্ণকলি’ (krishnakali)। দেখতে দেখতে তিন বছর পার করতে চলল এই সিরিয়াল। ২০১৮র জুনের পথচলা শুরু করেছিল কৃষ্ণকলি। গ্রামের মেয়ে শ্যামা ও শহরের ধনী ব্যবসায়ী পরিবারের ছেলে নিখিলের প্রেমকাহিনি তুমুল জনপ্রিয় হয় সিরিয়ালপ্রেমীদের মধ্যে।
শ্যামার অসাধারন গানের গলা। কিন্তু ভাগ্যের পরিহাসে গুরুমার মেয়ে রাধারানীর জন্য নিজের কণ্ঠ দিতে হয় তাঁকে। এক ষড়যন্ত্রের শিকাল হয়ে নিখিলের স্ত্রী হয়ে চৌধুরী পরিবারে পা রাখে শ্যামা। প্রথমে তাঁর কালো গায়ের রঙের জন্য শাশুড়ির চক্ষুশূল হলেও ধীরে ধীরে সবার মন জয় করে নেয় শ্যামা।
সব যখন ঠিকঠাক চলছিল তখন নিয়তির পরিহাসে নিখিলের থেকে দূরে বেনারস গিয়ে পড়ে শ্যামা। সেখানেই জন্ম হয় তাঁর মেয়ে কৃষ্ণার। এতদিনে সিরিয়াল ১৮ বছরের লিপ নিয়েছে। শ্যামার মন থেকেও মুছে গিয়েছে নিখিলের সব স্মৃতি। ভাগ্যক্রমে কলকাতায় এসে নিখিলের বাড়িতেই ওঠে শ্যামা ও কৃষ্ণা।
শ্যামারও ধীরে ধীরে মনে পড়ে যায় পুরোনো সব স্মৃতি। তবে রাধারাণী এখনো তাঁর ষড়যন্ত্র বন্ধ করেনি। শ্যামার পাশাপাশি তাঁর মেয়ে কৃষ্ণার দিকেও এখন হাত বাড়িয়েছে সে। এমন অবস্থায় কৃষ্ণার সঙ্গে রাধারাণীর জায়ের ছেলে অনিরুদ্ধর বিয়ে দেয় শ্যামা।
বেশ বোঝা যাচ্ছে কৃষ্ণকলিতে আবারো এক বড়সড় টুইস্ট আসতে চলেছে। শ্যামার মেয়ে কৃষ্ণার চরিত্রে অভিনয় করছেন সৌমি চ্যাটার্জি। ইতিমধ্যেই প্রোমোতে বিয়ের বেশে কৃষ্ণা ও অনিরুদ্ধর ঝলক দেখা গিয়েছে। সম্প্রতি নিজের ইনস্টা হ্যান্ডেলে সেই ছবিই শেয়ার করেছেন সৌমি।
https://www.instagram.com/p/CNP1DmDBbZw/?igshid=1pg7m6qxsdfzn
তবে নজর কেড়েছে তাঁর ক্যাপশন। তিনি লিখেছেন, ‘আমি আমার তিন নম্বর বিয়েটা করেই ফেললাম। কিন্তু যাকে করলাম তার নাকি এটা ছয় নম্বর। কি জানি কপালে কি লেখা আছে’। মজার ছলেই এমনটা বলেছেন সৌমি। আসলে এর আগে দীপাবলীর সাতকাহন ও কপালকুণ্ডলা ধারাবাহিকে বিয়ের দৃশ্যে অভিনয় করতে হয়েছিল তাঁকে। দীপাবলীর সাতকাহন সিরিয়ালে অভিনয় করে সবার মন জয় করে নিয়েছিলেন সৌমি।