রাজ্যে তিন দফার নির্বাচন সম্পন্ন হয়েছে। আগামী ১০ এপ্রিল চতুর্থ দফার নির্বাচন হতে চলেছে। চতুর্থ দফার নির্বাচনের জন্য রাজ্যের শাসক থেকে বিরোধী সব দলই কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে। তিন দফার নির্বাচনে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা সামনে আসলেও মোটের উপর নির্বিঘ্নেই কেটেছে নির্বাচন। তবে শাসক-বিরোধী সব দলই নির্বাচনে রাজনৈতিক হিংসা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
আগামী ১০ এপ্রিল রাজ্যের পাঁচ জেলার ৪৪টি আসনে নির্বাচন হতে চলেছে। যেই আসন গুলোতে নির্বাচন হবে চতুর্থ দফায় সেগুলি হল … দক্ষিণ ২৪ পরগনার ১১ টি আসন সোনারপুর দক্ষিণ, ভাঙড়, কসবা, যাদবপুর, সোনারপুর উত্তর, টালিগঞ্জ, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, মহেশতলা, বজবজ, মেটিয়াবুরুজ। হুগলির ১০ টি আসন চণ্ডীতলা, শ্রীরামপুর, সিঙ্গুর, বলাগড়, সপ্তগ্রাম, উত্তরপাড়া, চন্দননগর, পাণ্ডুয়া, চাঁপদানি, চুঁচুড়া।
হাওড়ার ৯ টি আসন শিবপুর, হাওড়া দক্ষিণ, হাওড়া উত্তর, হাওড়া মধ্য, উলুবেড়িয়া পূর্ব, বালি, ডোমজুড়, সাঁকরাইল, পাঁচলা। কোচবিহারের ৯ টি আসন মেখলিগঞ্জ, মাথাভাঙা, কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ, শীতলকুচি, সিতাই, দিনহাটা, নাটাবাড়ি, তুফানগঞ্জ। আলিপুরদুয়ারের ৫ টি আসন মাদারিহাট, কালচিনি, আলিপুরদুয়ার, কুমারগ্রাম, ফালাকাটা।
আর এই চতুর্থ দফার নির্বাচনের আগে শাসক দলে আবারও ভাঙন চোখে পড়ল। মঙ্গলবার তৃতীয় দফার নির্বাচনের দিনে পাণ্ডবেশ্বরের নবগ্রাম পঞ্চায়েতের প্রধান সবিতা বাগদি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। মঙ্গলবার পাণ্ডবেশ্বরের বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারির হাত থেকে বিজেপির পতাকা তুলে নেন পঞ্চায়েত প্রধান সবিতা বাগদি এবং পঞ্চায়েত সদস্যা নিবেদিতা রাজবংশী। বলে রাখি, নবগ্রামের পঞ্চায়েত প্রধান সবিতা বাগদি রাজ্য সরকারের কাছ থেকে কৃতি প্রধানের পুরস্কারও পেয়েছিলেন।
নির্বাচনের আগে সবিতা বাগদির বিজেপিতে যোগ দেওয়ায় কার্যত ব্যাকফুটে শাসক দল। তৃণমূলের এই ভাঙন প্রসঙ্গে বিজেপির প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি বলেন, আগামী দিনে আরও নেতা, নেত্রী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেবেন।