প্রচারের ফাঁকে দেবকে মধ‍্যাহ্নভোজে আমন্ত্রণ বিজেপির যশ-বনির, মিষ্টি কথায় সপাটে জবাব দিলেন তৃণমূলের তারকা সাংসদ

বাংলাহান্ট ডেস্ক: নির্বাচনের আগে পর্যন্ত শুটিং নিয়ে ব‍্যস্ত থাকলেও এবার কোমর বেঁধে নির্বাচনী প্রচারে নেমে পড়েছেন তৃণমূলের (tmc) সাংসদ অভিনেতা দেব অধিকারী (dev)। বিভিন্ন বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থীদের হয়ে প্রচার করতে দেখা যাচ্ছে দেবকে। এই প্রচারের ফাঁকে একাধিকবার কঠিন পরিস্থিতির সম্মুখীন হলেও সৌজন‍্য দেখিয়ে সবার মন জিতে নিয়েছেন তিনি।

সৌর্হাদ‍্যমূলক রাজনীতির পরিচয় বহুবার দিয়েছেন তৃণমল সাংসদ দেব। বারে বারে তিনি বুঝিয়ে দিয়েছেন বিদ্বেষপূর্ণ নয় বরং বন্ধুত্বপূর্ণ রাজনীতিতেই বিশ্বাস করেন তিনি। এমনকি যশ দাশগুপ্ত বিজেপিতে যোগ দিলে তাঁকেও টুইট করে শুভেচ্ছা জানান দেব।

Deepak Adhikari dev
ফের একবার রাজনৈতিক সৌজন‍্যের পরিচয় দিলেন তৃণমূলের এই তারকা সাংসদ। বৃহস্পতিবার হুগলীর চণ্ডীতলার তৃণমূল প্রার্থী স্বাতী খন্দকারের হয়ে প্রচার করতে গিয়েছিলেন দেব। চণ্ডীতলায় বিজেপির হয়ে প্রার্থী হয়েছেন অভিনেতা তথা দেবের সতীর্থ যশ দাশগুপ্ত।

এদিন চণ্ডীতলায় প্রচারের ভিডিও নিজের টুইটার হ‍্যান্ডেলে শেয়ার করেন দেব। সেখানেই কমেন্ট করেন যশ। তিনি লেখেন, ‘চণ্ডীতলায় স্বাগত ভাই। এখানকার মানুষজন খুব ভাল অতিথি আপ‍্যায়ন করেন। মধ‍্যাহ্নভোজটা পাওনা রইল।’
উত্তরে দেব লেখেন, ‘হ‍্যাঁ হ‍্যাঁ আমি জানি, এখানে গত ৭ বছর ধরে আমি প্রচার করছি। ভোটের পরে মধ‍্যাহ্নভোজ পাক্কা। নির্বাচনের জন‍্য অনেক শুভেচ্ছা। তোমার কঠিন পরিশ্রম দেখতে পাচ্ছি।’ দুজনের এই কথোপকথনের মাঝেই ফুট কাটেন বিজেপির তারকা সদস‍্য বনি সেনগুপ্ত।

dev bommy yash tweet

তিনি লেখেন, ‘আগে জানলে একসঙ্গে মধ‍্যাহ্নভোজ করেই বেরোতাম’। এর উত্তরে দেব লেখেন, ‘কোথায় তোদের মতো এত ফাঁকা সময়। শেষ কবে আরামে লাঞ্চ করেছিলাম ভুলে গেছি’। দেবের এই উত্তর থেকেই স্পষ্ট মিষ্টি কথায় সপাটে জবাবটা তিনি বেশ ভালই দিতে পারেন। বরাবর সৌজন‍্য বজায় রেখেই তিনি বিরোধী দলের দুই নবাগত সতীর্থকে বুঝিয়ে দিলেন রাজনীতিতে তিনি তাঁদের থেকে অভিজ্ঞ।

Niranjana Nag

সম্পর্কিত খবর