দীপ্সিতা-মীনাক্ষী কাজের মাসি! সোশ্যাল মিডিয়ায় ট্রোল নিয়ে প্রতিবাদে সরব শ্রীলেখা মিত্র

বাংলাহান্ট ডেস্কঃ স্যোশাল মিডিয়ায় ট্রোলের শিকার হওয়া দুই বাম প্রার্থীদের হয়ে মুখ খুললেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। বাম প্রার্থীদের নিয়ে নেটদুনিয়ায় পোস্ট করা কুরুচিকর পোস্টের পাল্টা জবাব দিলেন শ্রীলেখা মিত্র।

172401789 5208337819236266 2317999614081851742 n

সম্প্রতি দিনে স্যোশাল মিডিয়ায় একটি মিম প্রকাশিত হয়। যেখানে বামেদের দুই তরুণ প্রার্থী দীপ্সিতা ধর (Dipsita Dhar) ও মীনাক্ষী মুখোপাধ্যায়কে (Minakshi Mukherjee) নিয়ে কুরুচিকর মন্তব্য লেখা থাকে। যে পোস্টে, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, পায়েল সরকারকে দেখিয়ে লেখা ছিল ‘সেক্সি ননদ-বৌদি’। পাশে থাকা মিমি চক্রবর্তী, নুসরত জাহানের ছবিতে লেখা ছিল ‘স্টাইলিশ দিদি-বোন’। কিন্তু এদের ঠিক নীচে ছিল মীনাক্ষী আর দীপ্সিতার ছবি। যে ছবিতে লেখা ছিল ‘কাজের মাসি’। এইভাবে ছবির মধ্যে দিয়ে ‘বাঙালি বাড়িতে যে সমস্ত মহিলাদের দেখা যায়’ বলে পোস্ট করা হয়েছিল।

https://www.facebook.com/dipsita1993/posts/120475486784290

এই ট্রোলের পাল্টা জবাব দিয়েছিলেন বালির (Bally) সিপিএম প্রার্থী দীপ্সিতা ধর। কটাক্ষ করে তিনি লেখেন, ‘বিজেমূল একটা মিম বানিয়েছে। আমার আর মীনাক্ষী দি-র ছবির পাশে “কাজের মাসি” লিখেছে। এখন ওরা কি ভেবে লিখেছে, কেন লিখেছে তার জবাব দেওয়ার কোনো প্রশ্নই নেই। কথা হলো, যে শ্রেণীর লড়াই আমরা লড়ি তাদের সাথে, তাদের দাবীদাওয়ার সাথে মানিয়ে নিতে আমাদের কখনই অসুবিধা হয় না। আমাদের নির্বাচনের সময় মমতা ব্যানার্জী-র মত মিথ্যার বেসাতি করে বলতে হয়না- “আপনার বাড়ির বাসন মেজে দেব”। গৃহপরিচারিকাদের জন্য, লকডাউনে তাদের বেতনের জন্য, তাদের সুরক্ষার প্রশ্নে দাবীদাওয়ার লড়াই বামপন্থীরা করেছে ও করবে। সব শেষে একটা কথা- “ওদের জ্বলবে, আমাদের এমনিই চলবে”.

https://www.facebook.com/sreelekha.mitra.7/posts/10220745986824312

বামেদের দুই তরুণ প্রার্থীকে নিয়ে ট্রোলের জবাব দিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্রও। স্যোশাল মিডিয়ায় তিনি লেখেন, ‘ওই সো কলড সেক্সি ননদ, বউদি, দিদি, বোনকে ১ লক্ষ দিয়ে মাল্টিপ্লাই করে একটা একটা মীনাক্ষী বা দীপ্সিতা তৈরি করুক দেখি তবে মুরোদ বোঝা যাবে। এটাতে আবারও এদের কদর্য রুচির পরিচয় পাওয়া গেল। খেলা হবে আর রগড়ে দেব যাদের ভাষা তাদের থেকে এছাড়া আর কী হবে।’

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর