বাংলাহান্ট ডেস্কঃ রাজ্যে বাড়ছে করোনা (covid-19) সংক্রমণ। মহামারির এই দ্বিতীয় থাবায় বন্ধ রাখা হয়েছে একাধিক ট্রেন (tarin) পরিষেবা। শিয়ালদহ ডিভিশন থেকে শুরু করে হাওয়া- একাধিক ট্রেনের রেলের চালক থেকে গার্ড করোনা আক্রান্ত হওয়ায়, বাতিল করা হয়েছে বেশকিছু ট্রেন। কমেছে লোকাল ট্রেনের সংখ্যাও। যাত্রী সুবিধার্থে বাধ্যতামূলক করা হয়েছে সমস্ত রকম করোনা সতর্কীকরন।
করোনা পরিস্থিতি সম্বন্ধে মানুষকে ওয়াকিবহাল করতে এবার মাঠে নেমে পড়ল রেল পুলিশ (rail police)। শুরু করছে এক বিশেষ অভিযান। ট্রেন ও স্টেশন চত্বরের মতো জনবহুল জায়গায় করোনাবিধি যাতে সঠিক ভাবে পালিত হয়, সেদিকটা দেখভালের দায়িত্ব নিয়েছে রেল পুলিশ।
যাত্রীদের স্বাস্থ্যবিধির ওপর নজরদারি করতে, করোনাবিধি নিয়ে জারি করতে চলেছে বিশেষ সতর্কতা। সেখানে থুতু ফেলার উপর জারি হয়েছে নিষেধাজ্ঞা। সেইসঙ্গে মাস্কবিহীন যাত্রীকে দিতে হবে ৫০০ টাকা জরিমানা। তবে যাত্রী সুরক্ষার্থে মাস্ক বিলি করবে বলেও জানিয়েছে রেল পুলিশ।
রিপোর্ট বলছে, ইতিমধ্যেই ১৪ জন রেলের গার্ড করোনা আক্রান্ত হয়ে পড়েছে। বাতিল রাখা হয়েছে শিয়ালদহ ডিভিশনে ১৮টি লোকাল ট্রেন। তবে এই সংকটজনক পরিস্থিতির কথা মাথায় রেখে হাওড়া ডিভিশনেও একাধিক ট্রেন বাতিল করা হয়েছে।
প্রসঙ্গত, এই পরিস্থিতিতে বাংলার নির্বাচনী মরশুম হলেও, ভোট প্রচারে জারি হয়েছে একাধিক নির্দেশিকা। বাম থেকে শুরু করে তৃণমূল- নির্বাচনী প্রচার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে কলকাতায় আর বড় সভা না করার সিদ্ধান্ত জানিয়েছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও।