বাংলাহান্ট ডেস্কঃ রান্নার গ্যাসের নতুন কানেকশন নেওয়ার কথা ভাবছেন ? কিন্তু বাঁধ সেধেছে ঠিকানার সঠিক প্রমাণ পত্র ? আর চিন্তা নয়। সরকারি খনিজ তেল সরবরাহকারী সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন গোটা ভারতবাসীর জন্য নিয়ে এসেছে স্বস্তির খবর। যার জেরে এলপিজি গ্যাসের নতুন সংযোগ নেওয়া হয়ে উঠতে চলেছে আরও সহজতর।
নতুন রান্নার গ্যাসের সংযোগ নিতে গেলে এত দিন সবাইকে দিতে হত ঠিকানার সঠিক প্রমাণ পত্র। কিন্তু Indian Oil Corporation মানুষকে এবার সেই ঝক্কি থেকে রেহাই দিতে জানিয়েছে, নতুন সংযোগে ঠিকানার প্রমাণপত্র আর বাধ্যতামূলক নয়। এক কথায় আর লাগবে না।
উল্লেখ্য, ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফে আগামী দুবছরের মধ্যে এক কোটিরও বেশি দরিদ্র পরিবারকে বিনামূল্যে উজ্জলা যোজনার (Ujjwala Yojana) মাধ্যমে রান্নার গ্যাসের নতুন সংযোগ দেওয়ার লক্ষ মাত্রা ধার্য করা হয়েছে। সেই সংযোগ নিতে গেলে সবাইকে ওই যোজনার অন্তর্গত আবেদন পত্র পূরণ করে নিকটবর্তী এলপিজি (LPG) সেন্টারে জমা দিতে হবে। এত দিন তার সঙ্গে দিতে হত জনধন অ্যাকাউন্ট নম্বর, পরিবারের বাকি সদস্যদের অ্যাকাউন্ট নম্বর এবং আধার নম্বর সহ বিস্তারিত ঠিকানা।
তবে এবার থেকে আর প্রয়োজন নেই বাড়ির ঠিকানার সঠিক প্রমাণপত্র। তবে ১৪.৫ অথবা শুধুমাত্র ৫ কেজির – কোন সিলিন্ডারের (LPG Cylinder) জন্য আবেদন করা হচ্ছে, তা সঠিক ভাবে উল্লেখ করতে হবে। উল্লেখ্য, নতুন সংযোগ নিতে গেলে এতদিন অনেককেই ঠিকানার সঠিক প্রমাণপত্রে সমস্যা দেখা দিত। তবে ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের তরফে সেই ঠিকানার প্রমাণপত্রে রেহাই দেওয়ায়, স্বস্তির নিঃশ্বাস ফেলছেন অনেকেই।