বাংলা হান্ট ডেস্ক: আইপিএল ২০২১(IPL 2021 )এর শুরুটা মোটেও ভালো হয়নি মহেন্দ্র সিং ধোনির(MS Dhoni)। তাঁর টিম চেন্নাই সুপার কিংস প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে সাত উইকেটে পরাজিত হয়। হারের পাশাপাশি, ওই ম্যাচে মন্থর ওভার রেটের কারনে ১২ লক্ষ টাকা জরিমানা দিতে হয় মাহিকে। শুক্রবার রাতে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে মাঠে নামছে সিএসকে। এই ম্যাচেও মন্থর ওভার রেটের পুনরাবৃত্তি হলে দুই থেকে চার ম্যাচ পর্যন্ত নির্বাসিত(Ban) হতে পারেন ধোনি।
আইপিএল-এর নিয়ম অনুযায়ী প্রত্যেক দলকে বল হাতে ২০ ওভার শেষ করার জন্য দেওয়া হয়েছে ৯০ মিনিট। দুটি স্ট্রাটেজিক টাইম আউট মিলিয়ে মোট পাঁচ মিনিটও এই দেড় ঘন্টার অর্ন্তগত। তবে দিল্লির বিরুদ্ধে ২০ ওভার শেষ করতে নির্ধারিত সময়সীমার থেকে প্রায় কুড়ি মিনিট অধিক খরচ করেছেন চেন্নাই অধিনায়ক। এর ফলে বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী বড় অঙ্কের জরিমানা দিতে হয়েছে ধোনিকে। বিসিআইয়ের নতুন নিয়মে পরবর্তী দু’ম্যাচের মধ্যে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটালে ম্যাচ রেফারির সিদ্ধান্তের ওপর ভর করে দুই থেকে চার ম্যাচ অবধি নির্বাসিত হতে পারেন অধিনায়ক। তাই পঞ্জাবের বিরুদ্ধে নির্বাসনের খাড়া ঝুলছে মাহির কপালে। তাঁর ভাগ্য অনেকটাই নির্ভর করছে দলের বোলারদের ওপর।
এর মধ্যে প্রাক্তন সতীর্থ তথা একসময়ের ডেপুটি গৌতম গম্ভীর আবার মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। অধিনায়ক ধোনিকে নিয়ে গম্ভীর বলেছেন যে, ‘সাত নম্বরে ব্যাট করার সময় আপনি দলকে নেতৃত্ব দিতে পারবেন না।‘ গম্ভীর আরও বলেছেন যে, অধিনায়কের সামনে থেকে নেতৃত্ব দেওয়া উচিত এবং এর জন্য ধোনির ব্যাটিং অর্ডারে কিছুটা উপরে আসা উচিত। গত আইপিএলের মরশুমে সিএসকে প্লে অফে পৌঁছতে পারেনি। দল চলতি মরশুমের প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে সাত উইকেটের পরাজয়ের মুখোমুখি হয়েছিল।