বাংলাহান্ট ডেস্কঃ গাড়ির ভিতর থেকে উদ্ধার হল উত্তর প্রদেশের মেরঠের বিজেপি কাউন্সিলরের গুলিবদ্ধ দেহ। জানা গিয়েছে, মৃত কাউন্সিলরের নাম মনীশ চৌধুরী। তবে ৩৮ বছর বয়সী এই বিজেপি (BJP) নেতাকে খুন করা হয়েছে না আত্মহত্যা করেছেন, তা নিয়ে সঠিক তথ্য না গেলেও, পুলিশের প্রাথমিক অনুমান তিনি আত্মহত্যা করেছেন। তবে মৃতের পরিবারের অভিযোগ তাঁকে খুন করা হয়েছে।
আজই ভোরে উদ্ধার হয় মনীশ চৌধুরীর (Manish Chowdhury) গুলিবিদ্ধ মৃতদেহ। পুলিশ সূত্র মারফত জানা গিয়েছে, মৃত ওই বিজেপি কাউন্সিলর বৃহস্পতিবার বেলা ১ টা নাগাদ তাঁর স্ত্রী ও পরিবারের অন্যান্য পরিজনদের একটি ভয়েস মেসেজ করে জানান যে, তিনি আর কোনও চাপের মুখোমুখি হতে পারবেন না, তাই চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তারপরই উদ্ধার হল তাঁর গুলিবিদ্ধ দেহ।
উত্তর প্রদেশের কানকেরখেরা থানার তরফে জানানো হয়, ‘দেশীয় পিস্তল দিয়ে গুলি চালিয়ে ওই নেতা (BJP Councillor) আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিক তদন্তে অনুমান করা হয়েছে।’ স্থানীয় বাসিন্দারা মেওলা রেল ক্রসিংয়ের কাছে ওই নেতাকে গাড়ির মধ্যে গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকতে দেখতে পায়। তারপরই পুলিশকে খবর দেওয়া হয় বলে জানানো যায়। তবে পরিবারের তরফে এটি নিছকই আত্মহত্যা নয়, এর পিছনে খুনের ষড়যন্ত্রও দেখছেন।
উল্লেখ্য, মৃত এই কাউন্সিলর বিজেপি বিধায়ক (BJP MLA) প্রকাশ আগারওয়ালের ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। এমনকি তিনি এর আগে একাধিকবার সংবাদের শিরোনামে উঠে এসেছিলেন। একবার ওই বিজেপি কাউন্সিলর রেস্তোরাঁর সুখপালকে চড় এবং এক আইনজীবীর সঙ্গে দুর্ব্যবহার করে সমালোচনায় উঠে এসেছিলেন।