বাংলাহান্ট ডেস্ক: তিনি একাধারে টলি ইন্ডাস্ট্রির প্রথম সারির নায়িকা আবার রাজ্যের শাসক দলের সাংসদও। তবে সময় মতো ঘরের মেয়ের রূপেও বদলে যেতে পারেন অনায়াসে। মোদ্দা কথা, পরিস্থিতি বুঝে সব রূপে সব কাজেই বেশ পটু তিনি। বুঝতেই পারছেন কথা হচ্ছে নুসরত জাহানকে (nusrat jahan) নিয়ে। তৃণমূলের এই সুন্দরী অভিনেত্রী সাংসদ যে নির্বাচনী প্রচারের পাশাপাশি হট ফটোশুট ও দোকানবাজার দুটোই সমান তালে চালাতে পারেন তা দেখা গিয়েছে কদিন আগেই।
তবে শুধু এই কারণেগ যে সংবাদ শিরোনামে রয়েছেন নুসরত এমনটা কিন্তু নয়। বলা বাহুল্য, নিজের ব্যক্তিগত জীবনের টানাপোড়েনের জন্যও লাইমলাইটে উঠে এসেছেন অভিনেত্রী। গত বছরের শেষ থেকেই নুসরত নিখিলের সাংসারিক বিচ্ছেদ নিয়ে কানাঘুঁষো শোনা যাচ্ছিল। নুসরত নাকি যশ দাশগুপ্তর প্রেমে পড়েছেন।
দুজনের কেউই সরাসরি একথা স্বীকার না করলেও হাবেভাবে বোঝা যাচ্ছিল অন্য কিছু। একত্রে রাজস্থান ট্রিপ, রিসর্টে সময় কাটানোর গুঞ্জন থেকে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেওয়া এবং নুসরতের ছবির প্রিমিয়ারে সবার সামনে দিয়েই অভিনেত্রীর পাশে হেঁটে যশের প্রবেশ, সবই নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছিল।
কিছুদিন আগে নুসরত যশ দুজনের ইনস্টা স্টোরিতেই ছিল একই ডেসার্টের ছবি। এমনকি নববর্ষেও হুবহু এক ক্যাপশন দিয়ে অনুরাগীদের শুভেচ্ছা জানিয়েছেন ‘যশরত’ জুটি। এবার নুসরতের নতুন পোস্টের ক্যাপশনেও দেখা গেল লুকোনো ইঙ্গিত।
https://www.instagram.com/p/CNrrFyWnBVA/?igshid=16whthmp2valb
https://www.instagram.com/p/CNrq7QjhxMC/?igshid=1dq764bp8acog
পেস্তা রঙের ট্রাউজার, ব্লেজার ও সাদা টপে ক্যামেরাবন্দি হয়েছেন নুসরত। চোখ ঢেকেছেন সানগ্লাসে। তবে নেটিজেনদের নজর কেড়েছে তাঁর ক্যাপশন। তিনি লিখেছেন, ‘ভিলেন থাকলে হিরো থাকবেই। আর যদি দুজনই থাকে তবে ‘হিরোইন’ও থাকবে।’ এরপরেই ক্যামেরাম্যান হিসাবে ‘হিরো’ লিখেছেন নুসরত। সঙ্গে দুষ্টুমি ভরা স্মাইলি।
https://www.instagram.com/p/CNuWg8Uns2k/?igshid=1qhnkmfuauo9y
এখানেই শেষ নয়। সাংসদ অভিনেত্রীর স্টোরিতে উঁকি দিতে চোখে পড়ল আর বড় চমক। একই রকম দেখতে দুটি টুথব্রাশ নিয়ে ভিডিও করেছেন নুসরত। তবে এই অপর টুথব্রাশের মালিক কে তা জানাননি অভিনেত্রী। তেমনি তাঁর ‘হিরো’ ক্যামেরা ম্যানটির পরিচয়ও কায়দা করে এড়িয়ে গিয়েছেন নুসরত।
তবে নেটিজেনরা এর মধ্যে অন্য ইঙ্গিত খুঁজে পাচ্ছেন। তাদের বক্তব্য, নুসরতের হিরো ও টুথব্রাশের মালিক দুজনেই একই ব্যক্তি। আর তিনি যে যশ দাশগুপ্ত তা নিয়েই সন্দেহের অবকাশ নেই নেটজনতার। তবে নুসরত পোস্ট করেই খালাস। এতসব রহস্য সমাধানের কোনো তাগিদই দেখাননি তিনি।
‘মৃত্যুকুম্ভ’ মন্তব্যের পর তীব্র কটাক্ষ! এবার মমতার সন্দেহ ‘১৪৪ বছর’ পর মহাকুম্ভ নিয়ে