বাংলা হান্ট ডেস্কঃ সাদা কুর্তা-পাজামা পরে, চোখে সানগ্লাস দিয়ে সাতসকালে কামারহাটির ১২ নম্বর বুথে যান তৃণমূল প্রার্থী মদন মিত্র। সেখানে ওনাকে আটকে দেন নিরাপত্তায় থাকা কেন্দ্রীয় বাহিনী। মদন মিত্র অভিযোগ করে বলেন যে, ওনার বুক পকেটে কি আছে সেটা জানতে চান বাহিনী। এরপর মদন মিত্র বলেন, ‘আমার বুক পকেটে অ্যাটম বোম রয়েছে।”
মদন মিত্রের এই কথার পরেই তাঁর বুক পকেটে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা হাত দেন বলে অভিযোগ করেন তৃণমূল প্রার্থী। মদন মিত্রের কাছে পরিচয়ও জানতে চান কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তখন তিনি তাঁদের বলেন, আমি কামারহাটির তৃণমূল প্রার্থী।
মদন মিত্রর বুক পকেটে হাত দিয়ে কেন্দ্রীয় বাহিনীকে মা কালীর ৪টি রুপের ছবি বের করে দেখান। এরপর তিনি সেখান থেকে গজগজ করে বেরিয়ে যান। মদন মিত্র এরপর কেন্দ্রীয় বাহিনীকে উদ্দেশ্য করে বলেন, ‘মদন মিত্রকে আটকানোর ক্ষমতা কোনও মাই কা লালের নেই।”
তৃণমূল প্রার্থী বলেন, ‘ওঁরা আমাকে দেখে বলল তোমার পকেটে কি আছে সেটা সার্চ করব। আমি ওদের বলি, এই দেখ হিন্দুত্ব কাকে বলে। মা দুর্গাকে সার্চ করবি?” মদন মিত্র বলেন, প্রার্থীর বুক পকেটে হাত দিচ্ছে বাহিনী, আমি কমিশনে অভিযোগ করব।