আজ সর্বশক্তি নিয়ে ঝাঁপাবে মুম্বাই ইন্ডিয়ান্স, দেখুন মুম্বাইয়ের সম্ভাব্য একাদশ

বাংলা হান্ট ডেস্কঃ আজ আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে চলেছে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স এবং ডেভিড ওয়ার্নারের সানরাইজার্স হায়দ্রাবাদ। আইপিএলের উদ্বোধনী ম্যাচে আরসিবির কাছে হেরে আইপিএল অভিযান শুরু করেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। তবে দ্বিতীয় ম্যাচেই কেকেআরের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় তুলে নেয় রোহিতের মুম্বাই।

অপরদিকে নিজেদের প্রথম দুটি ম্যাচই হেরে গিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। অপেক্ষাকৃত দুর্বল সানরাইজার্স হায়দ্রাবাদ এর বিরুদ্ধে আজকের ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে পৌছানোই লক্ষ্য মুম্বাই ইন্ডিয়ান্সের সামনে। আর সেই লক্ষ্যেই আজ মুম্বাই ইন্ডিয়ান্স নিজেদের সর্বশক্তিমান প্রথম একাদশ নামাতে চলেছে। প্রথম ম্যাচে ডি’ককের অনুপস্থিতিতে সুযোগ পেয়ে বড় রান করেছিলেন ক্রিস লিন। তবে দ্বিতীয় ম্যাচে ডি’কক ফিরে আসায় বাদ পড়েছিলেন ক্রিস লিন। তবে সুযোগ পেয়েও ব্যর্থ হয়েছিলেন ডি’কক। তাই আজকের ম্যাচে ফের দলে ফিরতে পারেন ক্রিস লিন।

images 4 52

এক নজরে দেখে নেয়া যাক আজ মুম্বাই ইন্ডিয়ান্স এর সম্ভাব্য প্রথম একাদশ:
ক্রিস লিন, রোহিত শর্মা, সূর্য কুমার যাদব, ঈশান কিশান, কায়রন পোলার্ড, হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, রাহুল চাহার, ট্রেন্ট বোল্ট, জাসপ্রিত বুমরাহ, নাথান কুলটার নাইল।

Udayan Biswas

সম্পর্কিত খবর