দেশকে সোনা উপহার দিতে বিরাটদের অলিম্পিকে পাঠাবে ক্রিকেট বোর্ড

বাংলা হান্ট ডেস্ক: ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিক(2028 Los Angeles Olympics) থেকে ক্রিকেটকে এই প্রতিযোগিতায় অন্তর্ভুক্তিকরনের প্রচেষ্টা চলছে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে ২০২৮ অলিম্পিকের বাইশ গজে দেখা যেতে পারে ক্রিকেটকে। সেটা মাথায় রেখেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড(BCCI)আগাম ঘোষণা করে দিল, ক্রিকেট অলিম্পিকে অন্তর্ভুক্ত হলে ভারতের পুরুষ এবং মহিলা, উভয় দলই প্রতিযোগিতায় অংশ নেবে। শুধু তাই নয়, ২০২২ বার্মিংহাম কমনওয়েলথ গেমসে(2022 Commonwealth Games) মহিলা ক্রিকেট দল অংশ নেবে।

ভার্চুয়াল মিটিংয়ে সিদ্ধান্ত নেয়া হয়, লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্তি হলে দল পাঠানো হবে। সমস্ত ব্যাপারটা ভারতীয় অলিম্পিক সংস্থার সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।

বিসিসিআই এর এক উচ্চপদস্থ কর্তা জানান, ‘মহিলা দল বার্মিংহাম কমনওয়েলথ গেমসে খেলবে। যদি ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত হয় তবে পুরুষ এবং মহিলা উভয় দলই এতে অংশ নেবে। নীতিগতভাবে, এটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

সম্প্রতি ক্রিকেটকে ক্রিকেটকে অলিম্পিকে অন্তর্ভুক্তিকরণের জন্য আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সঙ্গে আলোচনা চালাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। যে কারণে শুক্রবারের ভার্চুয়াল মিটিংয়ে বোর্ডের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়, অলিম্পিকের ক্রিকেট অন্তর্ভুক্তি হলে দল পাঠানোর ব্যাপারে অবশ্যই সবুজ সংকেত দেওয়া হবে। ওই বৈঠকে এটিও সিদ্ধান্ত নেওয়া হয়, মিতালি রাজ এবং হরমনপ্রীত কৌরের নেতৃত্বে মহিলা দলটি ২০২১ সালের শেষের দিকে অস্ট্রেলিয়া সফর যাবে।

 

 

Udayan Biswas

সম্পর্কিত খবর