নিজের মাস্কটাই পরিয়ে দিলেন পোষ্যের মুখে, বৃদ্ধ বললেন ‘আমি মরে গেলেও ওকে বাঁচাতেই হবে’

বাংলাহান্ট ডেস্কঃ দেশজুড়ে করোনা (Corona) ক্রমশ ভয়াল পরিস্থিতির সৃষ্টি করছে। একেরপর এক রেকর্ড ভেঙে মারণ ভাইরাসের সংক্রমণ ক্রমে ঊর্ধ্বমুখী। এমন পরিস্থিতি মানুষ্য প্রজাতি তো উদ্বেগেই, সাথে বিপদে রয়েছে পশুপাখিরাও। জীবপ্রেমীরাও তাই চিন্তায় এমন পরিস্থিতি নিয়ে। কীভাবে কোভিডের হাত থেকে রক্ষা করা যায় পশুপাখিদের তা নিয়ে ? যা নিয়ে নানা মুনির নানা মতের ভিডিও-ও ভাইরাল (Viral) হচ্ছে সামাজিক মাধ্যমে।

তবে সম্প্ৰতি এমন একটি ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে, যা করোনা পরিস্থিতি জীবপ্রেমীদের নাড়িয়ে দিয়েছে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, এক বৃদ্ধ কাঁধে করে একটি কুকুর নিয়ে যাচ্ছে। বয়সের ভারে সে নিজেই লাঠির উপর ভরসা রেখে হাঁটছে। তদুপরি মারণ ভাইরাস নিয়ে তাঁর ভয় থাকলেও, সেই ভয় নিজের থেকেও বেশি নিজের পোষ্যের জন্য। তাই তো তিনি নিজের পরণের একটি মাস্কই পরিয়ে দিলেন পোষ্যের মুখে।

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হতেই তা মন জয় করে নেই নেট নাগরিকদের। ওই ভিডিওতে এও শোনা যাচ্ছে, কোনও একজন পথচলতি মানুষ তাঁকে জিজ্ঞেস করছেন নিজে মাস্ক না পরে কুকুরকে কেন পরিয়েছেন তা ? উত্তরে মৃদ হেসে ওই বৃদ্ধ জানায়, ‘ছোট থেকেই ওকে মানুষ করেছি, নিজে মরতে রাজি তবে ওকে মরতে দেব না’। বৃদ্ধের এহেন জবাবে হতবাক হলেন সবাই।

ভিডিওতে বৃদ্ধকে দেখে বোঝা যাচ্ছে, দারিদ্রতার ছাপ তাঁর চোখে-মুখে, জামাকাপড়ে। তাই হয়তো আর একটি মাস্ক কিনে উঠতে পারেন নি। তবে নিজের পোষ্যের প্রতি ভালোবাসা তাঁকে, নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ঠেলে দিয়েও পোষ্যকে নিরাপত্তা দিতে দ্বিধা বোধ করেন নি। এমনকি ওই কুকুরটিও মাস্কটি পরে একদম শান্ত হয়ে প্রভুর পিঠে বসে আছেন। বৃদ্ধ ও তাঁর পোষ্যের এহেন আদূরে মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই, তা মন জয় করে নেই নেটিজেনদের।

দেখুন ভিডিও—

https://www.instagram.com/p/CNteabBB9AZ/?utm_source=ig_web_copy_link

সম্পর্কিত খবর