টি-২০ বিশ্বকাপের জন্য ৯টি স্টেডিয়াম চূড়ান্ত করে ফেলল বোর্ড, কলকাতা কি পেল সুযোগ?

বাংলা হান্ট ডেস্কঃ এই বছরের শেষেই অর্থাৎ অক্টোবর- নভেম্বর মাসে ভারতের মাটিতে বসতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। সেই বিশ্বকাপ নিয়ে ইতিমধ্যেই ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিশ্বকাপের জন্য ন’টি কেন্দ্র চূড়ান্ত করে ফেলল বিসিসিআই। সেই কেন্দ্র গুলিতেই হবে বিশ্বকাপের সমস্ত ম্যাচ। তালিকায় স্থান পেয়েছে কলকাতার ইডেন গার্ডেন ক্রিকেট স্টেডিয়ামও। এছাড়া বোর্ডের তরফ থেকে নিশ্চিত করে জানানো হয়েছে পাকিস্তান সহ কোন দেশের জন্যই ভিসা নিয়ে সমস্যা হবে না, অর্থাৎ প্রত্যেকটি দেশের ক্রিকেটারই খুব সহজে ভিসা পেয়ে যাবেন।

বিসিসিআই এর তরফ থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য যে নয়টি কেন্দ্র বেঁছে নেওয়া হয়েছে সেগুলি হল, কলকাতা, মুম্বাই, নয়াদিল্লি, বেঙ্গালুরু, আমেদাবাদ, চেন্নাই, ধর্মশালা, হায়দ্রাবাদ, লখনউ। এবার নতুন করে তালিকাবদ্ধ হয়েছে লখনউ, হায়দ্রাবাদ, চেন্নাই এবং আমেদাবাদ। অপরদিকে গতবার থেকে বাদ পড়েছে মোহালি এবং নাগপুর। সূত্র মারফত জানা গিয়েছে আমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামেই হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি।

IMG 20210417 175438

বোর্ড সূত্রে জানানো হয়েছে ইতিমধ্যেই প্রত্যেকটি কেন্দ্রকে বোর্ডের তরফ থেকে চিঠি দিয়ে এই ব্যাপারে জানিয়ে দেওয়া হয়েছে। তাদেরকে এখন থেকেই আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করতে বলা হয়েছে। করোনা ভাইরাসের কথা বোর্ডের মাথায় আছে। তবে অক্টোবর- নভেম্বর মাসে করোনা পরিস্থিতি কেমন থাকে সেটি দেখার পরই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু অন্যান্য প্রস্তুতি এখন থেকেই শুরু করতে বলা হয়েছে।


Udayan Biswas

সম্পর্কিত খবর