বাংলাহান্ট ডেস্কঃ দেশজুড়ে করোনা (Corona) সংকটজনক পরিস্থিতি তৈরি করেছে। মারণ ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে ভয়াল চিত্র দেখতে মিলছে দেশের সর্বত্র থেকে। পরিস্থিতি ভালো নয় বাংলারও। ফের ভোটের মরসুমে উদ্বেগ বাড়িয়ে এ রাজ্যেও ঊর্ধ্বমুখী করোনা। যার গ্রাসে এসে গতকাল অর্থাৎ শুক্রবার প্রাণ হারিয়েছেন মুর্শিদাবাদের জঙ্গিপুরের (Jangipur) সংযুক্ত মোর্চার আরএসপি প্রার্থী প্রদীপ কুমার নন্দী (Pradip Kumar Nandi)। গত কয়েকদিন আগেই করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। শেষ রক্ষা হল তাঁর। হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে আরএসপি দলের কর্মীদের অন্দরে। দীর্ঘদিনের বামপন্থী আন্দোলনের পথিক এই প্রদীপ কুমার নন্দী পেশায় জঙ্গিপুর আদালতের আইনজীবী। জানা যাচ্ছে, তাঁর মৃত্যুতে জঙ্গিপুরের আরএসপি দলীয় কার্যালয়ে পতাকা অর্ধনমিত রাখা রয়েছে।
এবার প্রার্থীর মৃত্যুর জন্য জঙ্গিপুর কেন্দ্রে নির্বাচন স্থগিত রাখল কমিশন (Election Commission)। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, কোনও স্বীকৃত দলের প্রার্থীর ভোটের আগেই মৃত্যু হলে সেই দলকে নতুন করে সুযোগ দেওয়া হয়। নতুন ভাবে প্রার্থী ঘোষণা, মনোনয়ন জমা দেওয়া, স্ক্রুটুনি যাবতীয় সুযোগ পাবেন ওই দল। এক্ষেত্রেও তাই হয়েছে। আগামী ২৬ এপ্রিল জঙ্গিপুর কেন্দ্রে নির্বাচন ছিল। তবে প্রার্থীর মৃত্যুতে কমিশন ভোটগ্রহণ স্থগিত রাখলেও, পরবর্তী নির্বাচনের দিনক্ষণ এখনও জানানো হয়নি।
উল্লেখ্য, জঙ্গিপুরের ওই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হলেন মন্ত্রী জাকির হোসেন। প্রসঙ্গত, এর আগে বৃহস্পতিবার ওই মুর্শিদাবাদেরই আরও এক প্রার্থীর মৃত্যু হয়। করোনা আক্রান্ত হয়ে মারা যান সামসেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হক।