বেরিয়ে এল PM Cares ফান্ডের সমস্ত গোপন তথ্য, কত টাকা এসেছে, কোথায় খরচ হয়েছে সমস্ত কিছু

বাংলাহান্ট ডেস্কঃ প্রধানমন্ত্রী কেয়ারস তহবিল (pm cares fund) নিয়ে কটাক্ষ করতেও বাদ রাখেনি বিরোধীরা। কংগ্রেস নেতা রাহুল গান্ধী সম্প্রতি এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী কেয়ারস তহবিল নিয়ে প্রশ্ন করেন প্রধানমন্ত্রীকে। বর্তমান করোনা পরিস্থিতিতে ভ্যাকসিন, ভ্যান্টিলেটর, হাসপাতালের বেডসহ করোনা বিষয়ক প্রয়োজনীয় জিনিসে সমস্যা দেখা দেওয়ায় প্রধানমন্ত্রীর কাছে PM কেয়ারস ফান্ডের অর্থের বিষয়ে জানতে চাওয়া হয়।

এই PM কেয়ারস ফান্ড তৈরি করা হয়েছিল ২০২০ সালের ২৭ শে মার্চ। মহামারি করোনা সংক্রমণ থেকে দেশবাসী এবং দেশকে রক্ষার্থে এই ফান্ড তৈরি করা হয়েছিল। দেশের যে কোন প্রান্তের মানুষ তাদের সাধ্যমত এই ফান্ডে অর্থ দান করেছেন। এই ফান্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ছিলেন সদস্য।

pm 1618687469

জানা গিয়েছে ৪ ঠা জুনের মধ্যে এই ফান্ডে ৯৬৯০ কোটি টাকা জমা পড়েছিল। এই অর্থ সরকার বিভিন্ন কাজে ব্যয় করেছে। যার থেকে-

১৩ ই মে ২০২০ সালে ৫০ হাজার মেড ইন ইণ্ডিয়া ভেন্টিলেটর তৈরির জন্য ২ হাজার কোটি টাকা বরাদ্ধ করা হয়েছিল।
মহামারির সময় দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করার জন্য ১ হাজার কোটি টাকা খরচের জন্য ধরা হয়েছিল।

করোনা পরিস্থিতিতে থেকে বেরোনোর জন্য প্রয়োজনীয় উপাদান ছিল ভ্যাকসিন। সেই মুহূর্তে ভ্যাকসিন নিয়ে রিসার্চের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল।

করোনার প্রথম পর্যায়ে বিভিন্ন খাতে খরচের পর এবার দেশের আবারও করোনার দ্বিতীয় ঢেউ দেখা দিয়েছে। যার ফলে আবারও সংকটের পরিস্থিতি তৈরি হয়েছে। এই পর্যায়ে মহারাষ্ট্র, মধ্য প্রদেশ, গুজরাট, উত্তরপ্রদেশ, দিল্লি, ছত্তিশগড়, কর্ণাটক, তামিলনাড়ু, পাঞ্জাব, হরিয়ানা এবং রাজস্থানে ১০০ টি হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করা হবে। সেইসঙ্গে আপাৎকালীন সময়ের জন্য মজুত রাখার জন্য ৫০ হাজার মেট্রিক টন মেডিকেল অক্সিজেন আমদানি করার বিষয়েও জানানো হয়েছে।


Smita Hari

সম্পর্কিত খবর