বড় সিদ্ধান্ত নিয়ে বাংলায় আর কোনও সভা করবেন না বলে জানিয়ে দিলেন রাহুল গান্ধী

বাংলাহান্ট ডেস্কঃ রাজ্যে মিটেছে পাঁচ দফার ভোট পর্ব। বাকি আরও দিন দফা। এদিকে ভোটের বাংলায় মারণ ভাইরাস করোনা জাঁকিয়ে বসেছে। দিনে দিনে ফের লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এমন পরিস্থিতিতে রাজনৈতিক সভা-সমাবেশ গুলি যে করোনার অন্যতম ‘হটস্পট’ হয়ে উঠতে পারে তা আগেই আন্দাজ করেছিল স্বাস্থ্য বিশেষজ্ঞ ও নির্বাচন কমিশন। তাঁদের তরফে আবেদন করা হয়েছিল ভোট প্রচারে কোভিড বিধি কঠোর ভাবে মানার জন্য। তদুপরি রাজনৈতিক দল এবং আমজনতার থোড়ায় কেয়ার মনোভাব।

পরিস্থিতি পর্যালোচনা করতে ইতিমধ্যেই সর্বদলীয় বৈঠক সরেছে কমিশন (Election Commission)। সেখানে সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা পর্যন্ত সবধরণের রাজনৈতিক প্রচার নিষিদ্ধ করল কমিশন। এবার এরাজ্যের ঊর্ধ্বমুখী করোনার কথা মাথায় রেখে রাজ্যে তাঁর সবধরণের জন সমাবেশ বাতিল করল রাহুল গান্ধী (Rahul Gandhi)। রবিবার টুইট করে নিজেই জানালেন একথা। জানা যাচ্ছিল, রাজ্যে পঞ্চম দফার ভোট পর্ব মিটলেই প্রচারে আসবেন কংগ্রেসের স্টার ক্যাম্পেনার রাহুল গান্ধী।

সূত্রের খবর, বাংলায় এসে নোয়াপাড়া, বাদুড়িয়া, মালদাহ এবং মুর্শিদাবাদে র‍্যালি করার কথা ছিল রাহুলের। কিন্তু করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের কারণে সেই সব প্রচার সূচি বাতিল করলেন তিনি। এমনকি অন্যান্য রাজনৈতিক দলগুলিকেও তিনি প্রচার থেকে দূরে সরে থাকার আবেদন জানিয়েছেন। এদিন টুইট করে রাহুল গান্ধী জানান, ‘করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গে আমি আমার সব রাজনৈতিক প্রচার স্থগিত রাখছি।’ পাশাপাশি তিনি এও জানান, ‘করোনার এহেন পরিস্থিতিতে বড় জন সমাবেশের ফল কি হতে পারে তা গভীর ভাবে ভেবে দেখার অনুরোধ করছি অন্যান্য রাজনৈতিক দলগুলিকে’।

উল্লেখ্য, রাজ্যের করোনার (Corona) উদ্বেগজনক পরিস্থিতির কথা মাথায় রেখে ইতিমধ্যেই সব ধরণের বড় সমাবেশের সিদ্ধান্ত থেকে সরে আসে বাম নেতৃত্বরা। তবে কংগ্রেসের তরফে এমন কোনও ঘোষণা করা না হলেও, রাহুল গান্ধীর এদিনের টুইট যথেষ্ট তাৎপর্যপূর্ন। তবে একথা বলাবাহুল্য যে, ‘রাহুল গান্ধীর এহেন সিদ্ধান্ত বাংলায় কংগ্রেসের (Congress) প্রচারে কিছুটা হলেও ধাক্কা দিতে চলেছে।’


সম্পর্কিত খবর