ঝড়ও আমাদের বন্ধু, প্রবল কালবৈশাখী ঝড়ের মধ‍্যেও দৌড়ে দৌড়ে প্রচার সারলেন সায়নী! ভাইরাল ভিডিও

বাংলাহান্ট ডেস্ক: হাতে আর মাত্র কয়েক দিন। সামনেই ভোট আসানসোল (asansol) দক্ষিণে। শেষ মুহূর্তের প্রচারে জান লড়িয়ে দিচ্ছেন এই বিধানসভা কেন্দ্রের তৃণমূল (tmc) প্রার্থী সায়নী ঘোষ (sayani ghosh)। প্রচণ্ডে রোদে গরমের মধ‍্যেও বাড়ি বাড়ি ঘুরে প্রচার করতে দেখা গিয়েছিল তাঁকে। এবার কালবৈশাখী ঝড়েও তার অন‍্যথা হল না।

শনিবার প্রতিদিনের মতোই প্রচারে বেরিয়েছিলেন সায়নী। সকালে তিরাট, বাগদাংরা গ্রাম ও বিভিন্ন কলোনি এলাকায় ঘুরে প্রচার করেন সায়নী। বিকেলে রাধামদন পুর, চেলড, কুমারডির কোলিয়ারি অঞ্চলে রোড শো করেন তিনি। এর মাঝেই আকাশ কালো করে ওঠে কালবৈশাখী ঝড়।

saayoni 47557
ওই প্রবল ঝড়ের দাপটের মাঝেই দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রচার করতে দেখা যায় সায়নীকে। নীল কুর্তি সাদা লেগিংস, চোখে রোদচশমা ও মুখে মাস্ক‍। এই ছিল সায়নীর সাজ। ঝড়ের মধ‍্যেই দৌড়ে দৌড়ে বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারেন তিনি। বৃষ্টি শুরু হলে কিছুক্ষণ গাড়িতে বসে বৃষ্টি থামলে ফের প্রচার শুরু করেন সায়নী।

ঝড়ের মাঝে প্রচার করার একটি ভিডিও নিজের ফেসবুক হ‍্যান্ডেলে শেয়ার করেন সায়নী। ক‍্যাপশনে তিনি লেখেন, ‘রোদের মতোই ঝড় বৃষ্টিও আমাদের বন্ধু।’ বেশ বোঝা যাচ্ছে শেষ মুহূর্তের প্রচারে কোনো খামতি রাখতে রাজি নন সায়নী।

ইতিমধ‍্যেই মনোনয়ন পত্রও জমা দিয়েছেন সায়নী। আর তাতেই হলফনামায় দাখিল করা অভিনেত্রীর সম্পত্তি সংক্রান্ত তথ‍্য প্রকাশ‍্যে এসেছে। সায়নীর জমা দেওয়া হলফনামা থেকে জানা গিয়েছে মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় ৩২ হাজার ৭৭৫ টাকা ক‍্যাশ ছিল তাঁর কাছে। পাঁচটি ব‍্যাঙ্ক অ্যাকাউন্টে সঞ্চিত মোট অর্থের পরিমাণ ১০ লক্ষ ৩৩ হাজার ৮২৫ টাকা। এছাড়াও বিভিন্ন সঞ্চয় প্রকল্পে ৮ লক্ষ ৫২ হাজার ৩৭৬ টাকা জমা রয়েছে সায়নীর।

৬ লক্ষ ৭৭ হাজার ৩৬৯ টাকা মূল‍্যের একটি বিলাসবহুল গাড়ি রয়েছে অভিনেত্রীর। এছাড়াও যাদবপুর বিশ্ববিদ‍্যালয়ের কাছে একটি ফ্ল‍্যাটের মালকিন তিনি যার বাজার মূল‍্য প্রায় ৩৮ লক্ষ টাকা। তবে সম্পত্তির পাশাপাশি মাথায় ঋণের বোঝাও নেহাত কম নেই সায়নীর। ব‍্যক্তিগত ও গাড়ি ঋণ নিয়ে ৬৮ লক্ষ ৪৫ হাজার টাকার ঋণ রয়েছে  তাঁর। মায়ের কাছ থেকেও ১৯ লক্ষ ৩৮ হাজার টাকা ধার নিয়েছেন সায়নী।

Niranjana Nag

সম্পর্কিত খবর