এই জিনিসটা ছাড়া এক মুহূর্তও থাকতে পারেন না, নিজের অভ‍্যাস নিয়ে খুল্লমখুল্লা মধুমিতা

বাংলাহান্ট ডেস্ক: ছোটপর্দা থেকে বড়পর্দায় পা রেখেই ঝড়ের গতিতে সাফল‍্যের দিকে এগোচ্ছেন মধুমিতা সরকার (madhumita sarkar)। গত বছরের খ্রিস্টমাসেই মুক্তি পেয়েছে তাঁর দ্বিতীয় ছবি ‘চিনি’। সেই সঙ্গে পাল্লা দিয়ে ফটোশুট করে জিতে চলেছেন অনুরাগীদের মন।

প্রথমে অর্জুন চক্রবর্তীর বিপরীতে লভ আজ কাল পরশু ছবির হাত ধরে সেলুলয়েডের পর্দায় পা রাখেন মধুমিতা। গত বছর ভ‍্যালেন্টাইনস ডে তে মুক্তি পেয়েছিল সেই ছবি। তারপর বড়দিনে মুক্তি পেল মধুমিতার দ্বিতীয় ছবি চিনি। অপরাজিতা আঢ‍্যর সঙ্গে স্ক্রিন শেয়ার করেন মধুমিতা।

IMG 20210418 183415
সম্প্রতি বাংলা নববর্ষের প্রথম দিন মুক্তি পেয়েছে মধুমিতা ও পরমব্রত অভিনীত ট‍্যাংরা ব্লুজ। জাতীয় পুরস্কার জয়ী পরিচালক সুপ্রিয় সেনের পরিচালনায় ‘ট‍্যাংরা ব্লুজ’ নামে ছবিতে দেখা যাবে পরমব্রত মধুমিতা জুটিকে। কলকাতার ট‍্যাংরা বস্তিকে কেন্দ্র করেই আবর্তিত ছবির চিত্রনাট‍্য। পরমব্রত ও মধুমিতার চরিত্রদুটি একেবারেই আলাদা পরস্পরের থেকে। কিন্তু সু্রই মিলিয়ে দেয় দুজনকে। তবে এর মাঝেও কাঁটা হয়ে দাঁড়ায় হত‍্যা, অপরাধ।

https://www.instagram.com/p/CNy_WsjJDxr/?igshid=1c6u6cyci3sl0

পরমব্রতর চরিত্রের নাম সঞ্জীব মণ্ডল। মধুমিতা অভিনয় করবেন জোয়ির চরিত্রে। ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন পরমব্রত নিজেই। একজন মিউজিক কম্পোজারের ভূমিকায় অভিনয় করেছেন মধুমিতা। এই ছবি নিয়েই সংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষাৎকারে  বেশ কিছু রহস‍্য ফাঁস করেন অভিনেত্রী।

https://www.instagram.com/p/CNpaEreJZiQ/?igshid=1q28gh46j877n

বাস্তব জীবনেও একেবারেই জোয়ির মতোই মধুমিতা। গান খুবই ভালবাসেন তিনি। সব ধরনের গানই পছন্দ করেন তিনি। তাই হেডফোন ছাড়া মধুমিতার জীবন একেবারেই অচল। জোয়ি চরিত্রটার সঙ্গেও তাই খুব সহজেই মিশে গিয়েছিলেন মধুমিতা।

https://www.instagram.com/p/CNmFoyEJH-8/?igshid=13nzscaunqmcn

গানের পাশাপাশি ঘুরতেও খুব ভালবাসেন মধুমিতা। বেশিরভাগই সোলো ট্রিপ করেন তিনি। অভিনেত্রী জানান, আগামী জুলাই অগাস্ট মাসে গোয়ায় যাওয়ার ইচ্ছা রয়েছে তাঁর। তবে বড় ট্রিপ নয়। টাইট শিডিউলের জন‍্য আপাতত ছোটখাট ট্রিপই করতে পারবেন মধুমিতা।

Niranjana Nag

সম্পর্কিত খবর