বাংলাহান্ট ডেস্কঃ মারণ ভাইরাস করোনা জাঁকিয়ে বসেছে বাংলায়। আক্রান্তের সংখ্যা বাড়ছে হু হু করে, শেষ ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা আট হাজার ছুঁইছুঁই। এমন সংকটজনক পরিস্থিতিতে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোয়ও ধস নেমেছে। তখনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) পদত্যাগের দাবি করেছেন তৃণমূল সুপ্রমো মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্যে করোনা সংক্রমণের এমন ভয়াল পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রীকে দায়ী করে মমতা বলেন, ‘তুমি ছড়িয়ে বেড়াচ্ছ, আমি কি করে আটকাবো ?’ এখানেই থেমে না থেকে মুখমন্ত্রী অভিযোগ করেন, ‘এরপর সোশ্যাল মিডিয়ায় মিথ্যা ছড়াবে। এমন অপদার্থ প্রধানমন্ত্রী দেখিনি’। উল্লেখ্য, রাজ্যে করোনা সংক্রমণে রাশ টানতে ইতিমধ্যেই জারি হয়েছে একগুচ্ছ নয়া নির্দেশিকা। বাজারঘাট, গণপরিবহন থেকে ব্যক্তিগত গাড়ি- সবেতেই মাস্ক পরা এখন বাধ্যতামূলক।
রাজ্যে করোনার এহেন উদ্বেগ জনক পরিস্থিতি কেন তৈরি হল প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, বাইরে থেকে গদাগাদা লোক নিয়ে এসে হোটেল-গেস্ট হাউস সব বুক করে রেখেছে, কোভিড নিয়ে বাইরে থেকে লোক এসেছে। যার ফল এবার ভুগতে হবে আমাদের। প্যান্ডেল তৈরি করতেও বাইরে থেকে লোক আনা হচ্ছে। আমরা প্রধানমন্ত্রীর লোক বলে করোনা টেস্ট করিনা, এবার প্রত্যেককে টেস্ট করা হবে, তবেই বাংলায় ঢুকতে পারবে’।
এরপরই মমতা ফের টিকাকরণ (Vaccination) ইস্যুতে মোদীকে একহাত নিয়ে বলেন, ‘ এখানে তো করোনা কমে গেছিল। বিগত ছয় মাস কি কোভিড ছিল ? তখন কেন ইঞ্জেকশন দিল না ? বারবার বলেছিলাম, আমরা রাজ্যের মানুষকে বিনামূল্যে ভ্যাকসিন দেব, ইঞ্জেকশনটা আপনারা আমায় দিন। কিছুতেই দিল না’। তবে একথা শুধু মুখেই বলেননি তিনি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েও মমতা অভিযোগ করেছেন, ‘রাজ্যে পর্যাপ্ত টিকা দেয়নি কেন্দ্র’।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা