ঠিক যেন দেবদূত! রেললাইনে পড়ে যাওয়া বাচ্চাকে বাঁচিয়ে ভাইরাল ভিডিও-র হিরো হলেন পয়েন্টসম্যান

বাংলাহান্ট ডেস্কঃ সম্প্রতি স্যোশাল মিডিয়ায় শেয়ার হওয়া এক ভাইরাল ভিডিও (viral video) দেখে বুক কেঁপে উঠল নেটিজনদের। চলন্ত ট্রেনের সামনে রেল লাইন পড়ে যাওয়া একটি বাচ্চাকে বাঁচিয়ে, নতুন জীবনদান দিলেন একজন পয়েন্টসম্যান। মুম্বইয়ের এই ঘটনায় ধন্য ধন্য করল নেটপাড়া।

ভাইরাল ভিডিও যেন বর্তমানে মানুষের দৈনন্দিন জীবনের একটি অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। কাজের ফাঁকে কিছুটা সময় বের করে হোক, কিংবা অবসর সময়ে- মোবাইল ঘাটতে ঘাটতে একবার যদি কোন ভিডিও মনে ধরে যায় নেটিনাগরিকদের, তাহলে তা ভাইরাল হতে বিন্দুমাত্র সময় লাগে না। সেরকমই স্যোশাল মিডিয়ায় শেয়ার হওয়া এই ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গেল।

দেখে নিন সেই ভাইরাল হওয়া ভিডিও-

ঘটনাটি ঘটেছে মুম্বই বিভাগের বাঙ্গানী রেলস্টেশনে। স্টেশনের সিসিটিভি ক্যামেরায় দেখা যায়, একজন ব্যক্তির সঙ্গে একটি বাচ্চা প্ল্যাটফর্মের উপর দিয়ে যাচ্ছিলেন।  নিজেদের ভারসাম্য ঠিক রাখতে না পেরে বাচ্চাটি রেললাইনে পড়ে যায়। আর সেই সময় ওই লাইন দিয়েই একটা ট্রেন দ্রুত গতিতে ছুঁতে আসতে থাকে।

এই দৃশ্য দেখে বাচ্চাটির সঙ্গে থাকা ব্যক্তিটি এবং মোবাইল স্ক্রিনের এপারে থাকা নেটনাগরিকদের বুক কেঁপে ওঠে। ঠিক সেই মুহূর্তেই একজন পয়েন্টসম্যান লাইনের অপর প্রান্ত থেকে ঠিক যেন দেবদূতের মতন ছুঁটে এসে বাচ্চাটিকে বাঁচিয়ে প্ল্যাটফর্মের উপর তুলে নিজেও মুহূর্তের মধ্যে প্ল্যাটফর্মে উঠে পড়েন। ঠিক যেন সিনেমার মতই, তাঁরা প্ল্যাটফর্মে উঠে যেতেই ট্রেনটা প্ল্যাটফর্ম দিয়ে নিজের গতি নিয়ে ছুঁতে যায়। স্যোশাল মিডিয়ায় এই ভিডিও শেয়ার হতেই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। সেইসঙ্গে পয়েন্টসম্যানের প্রশংসায় পঞ্চমুখ হয় নেটজনতারা।

Smita Hari

সম্পর্কিত খবর