দিল্লীতে ফের একই আতঙ্ক, কাজে দিল না কেজরিওয়ালের আশ্বাস! বাস-রেল ষ্টেশনে ভিড় পরিযায়ীদের

বাংলাহান্ট ডেস্কঃ দিল্লীতে (delhi) ৬ দিনের লকডাউন (lockdown) ঘোষণা করতেই ফিরে এল গতবছরের সেই বিভীষিকাময় স্মৃতি। পরিযায়ী শ্রমিকরা (migrant worker) বাড়ি ফেরার তাড়নায় ভিড় জমাল বাস, রেল ষ্টেশনে। কাজে দিল না মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (arvind kejriwal) আশ্বাসও। টানা লকডাউনের আতঙ্কে বাড়ি ফেরার জন্য উদগ্রীব পরিযায়ী শ্রমিকরা।

গতবছরের স্মৃতি এখনও টাটকা। করোনার জেরে জারি হওয়া লকডাউনের ফলে করুন পরিণতি হয়েছিল পরিযায়ী শ্রমিকদের। লকডাউন ঘোষণা হতেই বিহার, উত্তরপ্রদেশ, দিল্লী থেকে কোন যানবাহন না পেয়ে অবশেষে পায়ে হেঁটে বাড়ি ফিরতে গিয়ে প্রাণ হারিয়েছিলেন বহু পরিযায়ী শ্রমিক। সেই ঘটনার পুনরাবৃত্তি হওয়ার আগেই আইএসবিটি-সহ আনন্দ বিহারের বিভিন্ন বাস স্ট্যান্ডে প্রায় ৫ হাজার পরিযায়ী শ্রমিক জমা হয়েছে।

bbcdbchbvjh

সোমবার রাত ১০ টা থেকে আগামী সোমবার ভোর ৫ টা পর্যন্ত লকডাউন ঘোষণা করছে দিল্লী সরকার অরবিন্দ কেজরিওয়াল। সেইসঙ্গে তিনি পরিযায়ী শ্রমিকদের আশ্বাস দিয়েছিলেন, ‘এই পরিস্থিতিতে সরকার আপনাদের যত্ন করবে। আমার উপর আপনারা একটু ভরসা রাখুন। আপনাদের কাছে হাতজোড় করে অনুরোধ করছি, মাত্র ৬ দিনের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। কেউ এখন দিল্লী ছেড়ে অন্য কোথাও যাবেন না। এতে আপনাদের এনার্জিও নষ্ট হবে এবং অনেক অর্থ ব্যয়ও হবে’।

jjdkjdbbjhd

কিন্তু মুখ্যমন্ত্রীর কোন কথাই কাজে লাগেনি। ৬ দিন নয়, বড় লকডাউনের আশঙ্কা করছে পরিযায়ী শ্রমিকরা। যার ফলে গতবছরের ভয়াবহ ঘটনার কথা মাথায় রেখেই করোনার দ্বিতীয় ঢেউ ছড়িয়ে পড়তেই, তাঁরা আগে ভাগে বাড়ি ফেরার আসায় বাস স্টান্ডে, রেল ষ্টেশনে ভিড় জমিয়েছে।

Smita Hari

সম্পর্কিত খবর