RCB-কে ৪৯ রানে আউট করা KKR-র সেই বিধ্বংসী বোলার আজ খেলবে মুম্বাইয়ে, দেখুন সম্ভাব্য একাদশ

বাংলা হান্ট ডেস্কঃ আজ আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে নামতে চলেছে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স এবং তরুণ ক্রিকেটারদের নিয়ে তৈরি দিল্লি ক্যাপিটালস। ইতিমধ্যেই এই দুটি দল আইপিএলে দুটি করে ম্যাচ জিতে ফেলেছে। উদ্বোধনী ম্যাচে হারলেও পরপর দুটি ম্যাচ জিতে দারুণ ভাবে কামব্যাক করেছে রোহিতের মুম্বাই ইন্ডিয়ান্স।

এবার আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স দারুন শক্তিশালী দল। এই দলে একদিকে যেমন রয়েছে রোহিত শর্মা, সূর্য কুমার যাদব এর মত বিধ্বংসী ব্যাটসম্যান। তেমনি রয়েছে ট্রেন্ট বোল্ট, যাসস্প্রীত বুমরাহর মতো টি-টোয়েন্টি স্পেশালিস্ট বোলার। এছাড়াও দলে রয়েছে হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, কায়রন পোলার্ড এর মতো একাধিক তারকা অলরাউন্ডার যাদের উপস্থিতি মুম্বাই দলকে অনেক শক্তিশালী করেছে। আজ অ্যাডম মিলসের পরিবর্তে মুম্বাইয়ের প্রথম একাদশে সুযোগ পেতে পারেন নাথান কুল্টার নাইল। এই নাথান কুল্টার নাইল এক সময় কেকেআর দলের হয়ে অনেক জিতেছেন। ব্যাঙ্গালোর কে 49 রানে আউট করায় বড় ভূমিকা পালন করেছিল এই অস্ট্রেলিয়ান বোলার।

Mumbai Indians vs Kings XI Punjab

এক নজরে দেখে নেওয়া যাক আজকের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স এর সম্ভাব্য প্রথম:-
কুইন্টন ডি কক, রোহিত শর্মা, সূর্য কুমার যাদব, ইশান কিশান, কাইরন পোলার্ড, হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, যাসস্প্রীত বুমরাহ, ট্রেন্ট বোল্ট, রাহুল চাহার, নাথান কুল্টার নাইল।

Udayan Biswas

সম্পর্কিত খবর