বাংলাহান্ট ডেস্কঃ দেশজুড়ে মারণ ভাইরাস করোনা ভয়াল পরিস্থিতির সৃষ্টি করছে। দিনে দিনে আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে রেকর্ড হারে। সংক্রমণে রাশ টানতে ইতিমধ্যেই একাধিক করোনা (Corona) প্রবন রাজ্য গুলি কারফিউ থেকে লকডাউনের দ্বারস্থ হয়েছে। তদুপরি করোনা জাঁকিয়ে বসছে।
এবার সেই মারণ ভাইরাসের শিকার হলেন কংগ্রেসের (Congress) প্রাক্তণ সভাপতি রাহুল গান্ধী (Rahul Gandhi)। এদিন টুইট করে নিজেই জানালেন সেকথা। উল্লেখ্য, এর আগে করোনা আক্রান্ত হয়েছেন কংগ্রেসের প্রাক্তণ প্রধানমন্ত্রী মনমোহন সিং। দিল্লির এইমসে ভর্তি তিনি। বয়স ৮০-র কাছাকাছি হওয়ায়, তাঁর শারীরিক অবস্থা চিন্তা বাড়াচ্ছে চিকিৎসকদের।
তারই মধ্যে করোনা আক্রান্ত কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi Covid Positive)। এদিন টুইট করে তিনি লিখলেন, ‘করোনার সামান্য উপসর্গ লক্ষ্য করে, আমি কোভিড টেস্ট করায়, তাতে আমি করোনা পজিটিভ ধরা পড়ে।’ তিনি এও লিখেছেন সম্প্রতি ‘যারা সম্প্রতি আমার সংস্পর্শে এসেছেন তাঁরা যেন করোনা বিধি মেনে নিজেদের সুরক্ষিত করেন’।
প্রসঙ্গত, দেশের করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গে নিজের সব রাজনৈতিক সভা-সমাবেশ বাতিল করেছেন রাহুল গান্ধী। ইতিমধ্যেই টুইট করে তিনি জানিয়েছিলেন সে কথা। সেবার তিনি এও আর্জি জানিয়েছিলেন যে, করোনার এহেন উদ্বেগজনক পরিস্থিতিতে বাকি রাজনৈতিক দল গুলিরও বড় সভা-সমাবেশ করার সিদ্ধান্তের ব্যাপারে ভেবে দেখা উচিত।