আজকের রাশিফল ২২ শে এপ্রিল বৃহস্পতিবার ২০২১, লক্ষ্মীবারে অর্থ প্রাপ্তি যোগ বিশেষ রাশির

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ সকালের শুরুতেই আজকের রাশিফল (Ajker rashifal) থেকে জেনে নিন জ্যোতিষশাস্ত্র কি বলছে আপনার আজকের দিনের বিষয়ে। রাশিফল পৃথক পৃথক রাশি ভেদে ভিন্ন ভিন্ন হয়। নিজের রাশি মিলিয়ে দেখে নিন আজকের রাশিফল।

মেষঃ নিজের আবেগ নিয়ন্ত্রণ করে পরিস্থিতির সামাল দিন। নিজের উপর বেশি চাপ দেওয়া ঠিক নয়, একটু বিশ্রাম নিন। সময়কে গুরুত্ব দিতে শিখুন। ভ্রমণের যময় আপনার মূল্যবান জিনিস যত্ন সহকারে গুছিয়ে নিন।

বৃষভঃ কঠিন কাজ সম্পন্ন করায় বন্ধুদের থেকে প্রশংসা পাবেন। দূরের আত্মীয়র থেকে খুশির খবর পেতে পারেন। ফাঁকা সময়ে বন্ধুদের সঙ্গে দেখা করতে যেতে পারেন। আজকের দিনে ভালোবাসার মানুষকে খুঁজে পাবেন।

মিথুনঃ অনেক বতুন বন্ধু তৈরি হবে আপনার। আজকের দিন কিছুটা ক্লান্তিকর হলেও, ভালো যাবে। বসের সত্যতা জেনে দুঃখিত হবেন, কারণ আপনাকে অপছন্দ করেন। সন্তানদের কারণে আজকের আর্থিক দিক থেকে উন্নতি করবেন।

কর্কটঃ পরিবারের সঙ্গে কথা বলার সময় মুখ সামলে কথা বলুন। সকালেই শরীর সুস্থ রাখতে যোগ ব্যায়াম করুন। তৃতীয় ব্যক্তি আপনাদের মধ্যে সমস্যা তৈরি করতে পারে। অন্যদের কথা মত বিনিয়োগ করলে আর্থিক ক্ষতি হবে।

সিংহঃ আজকের দিনে বাসস্থানে বিনিয়োগ না করাই মঙ্গলের। বন্ধুর সাহায্যে মানসিক অশান্তি থেকে বেরোতে পারবেন। ঘরের পরিবেশ পরিবর্তনের আগে বড়দের পরামর্শ নিন। মন ভালো রাখতে গান শুনুন।

কন্যাঃ কাছের মানুষকে খুব মিস করবেন আজকে। বন্ধুদের সঙ্গে দেখা করার সময় মদ্যপান এবং ধূমপান থেকে দূরে থাকুন। সম্পর্ককে গুরুত্ব দিতে শিখুন। একঘেয়ে দিনের মুক্তি ঘটিয়ে ভালোবাসার মানুষ আপনার জন্য খুশি আনবে।

তুলাঃ চারপাশে যা ঘটছে, তা নিয়ে সচেতন হোন। সম্পর্ককে গুরুত্ব দিতে শিখুন, নাহলে তা ভেঙে যেতে পারে। অর্থের গুরুত্ব বুঝে সঞ্চয় করুন, ভবিষ্যতে সমস্যা থেকে মুক্তি পাবেন। আত্মীয়দের কাছ থেকে সাহায্য পাবেন।

বৃশ্চিকঃ না জানিয়েই আজকের দিনে বাড়িতে অতিথি আসতে পারে। ঋণ দেওয়া অর্থ আজকের দিনে ফেরত পেতে পারেন। নিজেকে প্রকাশ করার সুযোগ পাবেন। বড়ির কাজে হাত লাগান, পরিবারের সদস্যদের ভালো লাগবে।

ধনুঃ বন্ধ এবং পরিবারের সকলে আজকে আপনার সঙ্গে বেশি সময় কাটাবে। আজকের দিনে শরীর সুস্থই থাকবে। অবসর সময়ে সিনেমা সিরিয়াল দেখতে পারেন। আর্থিক সমৃদ্ধির খাতে বিনিয়োগ কতে পারেন।

মকরঃ আজকের দিনে ভালোবাসার মানুষের সঙ্গে দেখা হবে। আর্থিক স্বচ্ছলতার কারণে জরুরী জিনিস কিনে নিতে পারবেন। ফাঁকা সময়ে পছন্দের কাজ করার প্ল্যান করলেও, অতিথির আগমেন তা ভেস্তে যাবে। ঘর সাজানর পাশাপাশি বাচ্চাদের খেয়াল রাখুন।

কুম্ভঃ ঘরের কাজ শেষ করতে বাচ্চারা সাহায্য করবে। ঝামেলা থেকে দূরে থাকুন, শরীর ভালো থাকবে। কাজ থেকে ছুটি নিয়ে ভালোবাসার মানুষের সঙ্গে কিছুটা সময় কাটান। অর্থের গুরুত্ব বুঝ তা সঠিক কাজে লাগিয়ে সঞ্চয় করুন, ভবিষ্যতে কাজে দেবে।

মীনঃ সন্ধ্যের সময় ভালোবাসার মানুষের জন্য বিশেষ কিছু প্ল্যান করুন। নিজের ভালোলাগা বন্ধুদের সঙ্গে ভাগ করে নিন। ব্যস্ততার দিন শেষে আজ নিজের জন্য কিছুটা সময় পাবেন। আজকের দিনে অনেক নতুন বন্ধু তৈরি হবে।

X