বাংলা হান্ট ডেস্কঃ মঙ্গলবার চেন্নাইয়ের চিপকে ক্রিকেট স্টেডিয়ামে আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত কুড়ি ওভার শেষে 138 রান তোলে মুম্বাই। জবাবে ব্যাট করতে নেমে 6 উইকেট হাতে রেখেই জয়ের জন্য উপযুক্ত রান তুলে নেয় দিল্লি ক্যাপিটালস।
পাঁচবারের চ্যাম্পিয়নরা দিল্লির কাছে ছয় উইকেটে হারলো। তবে এই হারের সঙ্গে সঙ্গে রোহিত শর্মার জন্য এল আরও একটি দুঃসংবাদ। স্লো ওভার রেটের কারণে 12 লক্ষ টাকা জরিমানা দিতে হল মুম্বাই ইন্ডিয়াস এর অধিনায়ক রোহিত শর্মাকে।
ম্যাচ শেষ হওয়ার পর সরকারি ভাবে আইপিএল কর্তৃপক্ষর তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এই স্লো ওভার রেটের কারণে রোহিত শর্মাকে 12 লক্ষ টাকা জরিমানা দিতে হবে। যেহেতু এই মরশুমে এটি মুম্বাই ইন্ডিয়ান্সের প্রথম স্লো ওভার তাই শুধুমাত্র 12 লক্ষ টাকা জরিমানা দিলেই হবে পরবর্তীকালে যদি এমন ঘটনা ফের ঘটে তাহলে আরও কড়া সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন আইপিএল কর্তৃপক্ষ। নিয়ম অনুযায়ী যদি ফের মুম্বাই ইন্ডিয়ান্স স্লো ওভার রেটের কবলে পড়ে তাহলে মুম্বাই অধিনায়ক রোহিত শর্মাকে 24 লক্ষ টাকা জরিমানা দিতে হবে।
এই জরিমানা করার সঙ্গে সঙ্গে মুম্বাই ইন্ডিয়ান্সকে আরও কড়া ভাষায় সতর্ক করেছে আইপিএল কর্তৃপক্ষ। তাদের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যদি এই ঘটনা তৃতীয় বার হয় তাহলে মুম্বাই অধিনায়ক রোহিত শর্মাকে 30 লক্ষ টাকা জরিমানা সঙ্গে এক ম্যাচ নির্বাসিত হতে হবে। সেই সঙ্গে দলের প্রত্যেক ক্রিকেটারকে 12 লক্ষ টাকা করে জরিমানা দিতে হবে অথবা কেটে নেওয়া হবে ম্যাচ ফি-র 50 শতাংশ।