করোনা আক্রান্ত ধোনির মা ও বাবা, ভর্তি হাসপাতালে

বাংলা হান্ট ডেস্ক: করোনা আক্রান্ত মহেন্দ্র সিং ধোনির মা দেবকি দেবী এবং বাবা পান সিং। জানা গিয়েছে, ধোনির বাবা ও মা রাঁচির পালস সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছেন। করোনার দ্বিতীয় ঢেউয়ে থরহরিকম্প গোটা দেশ। সবচেয়ে খারাপ অবস্থা মহারাষ্ট্রের। পিছিয়ে নেই দেশের অন্যান্য রাজ্যগুলো। হাসপাতালে বেড নেই। ব্যাপক আকাল ওষুধের। সমস্যা কতটা ভয়াবহ তার প্রমাণ আরো একবার পাওয়া গেল।

আইপিএল খেলার জন্য চেন্নাই সুপার কিংস দলের সঙ্গে মুম্বইয়ে রয়েছেন ধোনি। বুধবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে নামবেন তিনি। অর্থাৎ, সুদূর মুম্বইয়ে বসে যাবতীয় খোঁজ খবর রাখতে হবে তাকে। আইপিএলের মরশুম শুরুর আগে কোনও প্রতিযোগিতামূলক ম্যাচে অংশ না নেওয়ায় ধোনি পরিবারের সঙ্গে সময় কাটিয়েছিলেন। মার্চ মাসের প্রথমদিকে তিনি চেন্নাই সুপার কিংস দলে যোগ দেন। চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ধোনি হিসেবে তিনবার আইপিএলে জিতেছেন।

এদিকে, পুরনো সব রেকর্ড ভেঙে চুরে যাচ্ছে একনিমেষেই। একদিনেই দেশে করোনা আক্রান্ত প্রায় তিন লাখ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, একদিনেই দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২ লাখ ৯৫ হাজার ৪১ জনের। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২০২৩ জনের। এই নিয়ে দেশে গোটা দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ কোটি ৫৬ লাখ ১৬ হাজার ১৩০। মৃতের সংখ্যা পৌঁছেছে ১ লাখ ৮২ হাজার ৫৫৩-এ। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ২১ লাখ ৫৭ হাজার ৫৩৮।

Udayan Biswas

সম্পর্কিত খবর