বাংলাহান্ট ডেস্ক: বিয়ের (marriage) মরশুমে যে যে টলিউড তারকারা শুভ কাজটি সেরে ফেলেছেন তাদের মধ্যে অন্যতম ইমন চক্রবর্তী (iman chakraborty) ও নীলাঞ্জন ঘোষ। মাত্র কিছুদিন আগেই বিয়ে করেছেন দুজন। তবে নিজেদের কেরিয়ারে চূড়ান্ত ব্যস্ত দুজনেই। ব্যস্ত শিডিউল থেকে একটু বিরতি নিয়ে একদিনেই সেরেছেন বিয়ে রিসেপশন। সেসব মিটতেই ফের কাজে ঝাঁপিয়েছেন ‘নীলামন’ জুটি।
তবে নীলাঞ্জনের সঙ্গে বিয়ের ঘোষনা করতেই প্রাক্তন শোভনকে (shovan ganguly) নিয়ে ট্রোল হয়েছিলেন ইমন। বিয়ের বেশ কিছু ছবি শেয়ার করেছিলেন তিনি। আর তাতেই প্রাক্তন প্রেমিককে নিয়ে কটাক্ষের শিকার হন ইমন। আর তার উচিত জবাবও দিয়েছিলেন গায়িকা।
এর আগে জাতীয় পুরস্কার জয়ী গায়িকা ইমন চক্রবর্তীর সঙ্গে সম্পর্কে ছিলেন শোভন। দুজনের মধ্যে বয়সের পার্থক্য ছিল যথেষ্ট। তবে এই বিষয়ে টলিপাড়ার প্রায় সকলেই অবগত ছিলেন। কিন্তু একসময় হঠাৎ করেই জানা যায় বিচ্ছেদ হয়ে গিয়েছে ইমন ও শোভনের। এই নিয়ে কেউ মুখ না খুললেও অনেকের বক্তব্য, শোভনের মা তাঁদের এই বয়সের ফারাক মেনে নেননি।
তবে সম্পর্কে বিচ্ছেদ হলে বা ইমন নীলাঞ্জনকে বিয়ে করলেও শোভনের সঙ্গে তাঁর বন্ধুত্বে প্রভাব পড়ে নি। তারই প্রমাণ আবারো দিলেন দুজন। দীর্ঘদিন পর ফের একত্রে একটি গানে কণ্ঠ দিতে চলেছেন ইমন ও শোভন। পরিচালক অভিমন্যু মুখার্জির ছবি লকডাউনে একসঙ্গে গান গাইতে চলেছেন দুজন।
লকডাউন ছবিতে ‘তোমার কপালে শীতঘুম’ গানটি লিখেছেন শোভন নিজে। সুরও দিয়েছেন তিনি। এই গানেই কণ্ঠ দেবেন ইমন। পুরুষকণ্ঠটি হবে শোভনের। লকডাউন ছবিতে অভিনয় করতে চলেছেন ওম সাহানি, মানালি দে, রাজনন্দিনী, আদৃত, সোহম চক্রবর্তীও শ্রাবন্তী চ্যাটার্জি।
প্রসঙ্গত, ইমন ইতিমধ্যেই নতুন সম্পর্কে জড়িয়ে বিয়ে সেরে নিয়েছেন নীলাঞ্জনের সঙ্গে। প্রাক্তনের মতো শোভনও কি একই রাস্তায় হাঁটতে চলেছেন? প্রশ্নের উত্তর এখনো দেননি গায়ক। তবে স্বস্তিকা দত্তের সঙ্গে তিনি যে চুটিয়ে প্রেম করছেন তা জানতে বাকি নেই কারোরই।