মমতার আদৌ হিম্মত আছে? প্রশ্ন তুলে সরাসরি তর্কের চ্যালেঞ্জ জানালেন অধীর চৌধুরী

বাংলাহান্ট ডেস্কঃ একুশের ভোটের নির্ঘন্ট প্ৰকাশ পেতেই শাসক বিরোধী সব শিবিরই নির্বাচনী প্রচারে কোমর বেঁধে নেমেছে। সেই সব সভা-সমাবেশ থেকে একে অপরকে চাঁচাছোলা ভাষায় আক্রমণও শানাচ্ছেন তারা। সেই মত অধীর চৌধুরীর গড় মুর্শিদাবাদে গিয়ে কংগ্রেসকে বিজেপির সাগরেদ বলে দাবি করে এসেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং ভাইপো অভিষেক ব্যানার্জি (Abhishek Banerjee)। এদিন ফেসবুকে সেই প্রসঙ্গে তৃণমূলকে তুলধোনা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।

কয়লা ও গরু পাচার কাণ্ডে অভিষেক ব্যানার্জির স্ত্রী ও শালিকাকে ইডির তরফে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জানিয়ে রাজ্য রাজনীতি হয়ে গেছিল তোলপাড়। কিন্তু তার পর থেকেই চুপ কেন এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা ইডি ? এই প্রসঙ্গ টেনে এনে অধীর চৌধুরী (Adhir Chowdhury) বলেন, ‘দিদি আর ভাইপো, দুজনকে পরামর্শ, আয়নার সামনে দাঁড়ান আর জিজ্ঞাসা করুন, নরেন্দ্র মোদির কাছে একা একা ‘দিদি’ গিয়ে কদিন আগে কি আলোচনা করে এলেন ? ভাইপো আর পরিবারের একজনকে ইডি জিজ্ঞাসা করার পরেই চুপ চাপ হয়ে গেল কেন ?

Personal ambition played major part in Scindia's decision to quit Congress: Adhir - Telegraph India

২০০২ সালে গুজরাতের গোধরায় সাম্প্রদায়িক হিংসা কাণ্ডের পর, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীকে (Narendra Modi) গোলাপ পাঠিয়েছিলেন। এদিন সেই প্রসঙ্গ টেনে এনে ফের মমতা ব্যানার্জির সমালোচনা করেন অধীর চৌধুরী। তিনি বলেন, ‘গোধরা কাণ্ডের পর গুজরাতের মুখ্যমন্ত্রী হলেন নরেন্দ্র মোদী। তখন দিদি লাল গোলাপের গুলদস্তা কেন পাঠিয়ে ছিলেন ? উল্লেখ্য, ১৯৯৯ সালে কেন্দ্রে বিজেপিকে (BJP)  সমর্থন করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সেই প্রসঙ্গ টেনে এনেও অধীর বলেন, ‘বিজেপির সাথে সরকার চালানোর যে সুখ দিদি পেয়েছেন, তাতে দ্বিতীয়বার দ্বিতীয়বার সরকার গড়তে বিজেপিকে সমর্থন করবেন না তো ? তখনই মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিয়ে অধীর চৌধুরী বলেন, ‘হিম্মত থাকলে গর্জে বলুন, আগে বিজেপিকে সাহায্য করে আপনি ভুল করেছেন, এই ভুল আর হবে না’।

পাশাপাশি সংসদে CAA বিরোধিতায় ভোট দেয়নি তৃণমূল কংগ্রেস (TMC) । সেই প্রসঙ্গ টেনে এনেও অধীর তোপ দাগেন, ‘পার্লামেন্টে সিএএ বিরোধিতায় ভোট দেয়নি ভাইপোরা, হ্যাঁ কি না বলুন ?’ এমনকি তিনি এও বলেন, ‘এনআরসি আর কাকে সিএএ বলে তা আপনার জানেন না’। তখনই মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, ‘একটা চ্যালেঞ্জ দিদিভাই ভার্চুয়াল প্ল্যাটফর্মে বিতর্ক হোক আমার সঙ্গে আপনার। যদি সব প্রশ্নের উত্তর দিতে পারেন, তাহলে আমাদের আর কোনও প্রার্থীর হয়ে ভোট চাইবো না।’ এখানেই থেমে না থেকে অধীর চৌধুরী কটাক্ষ করে বলেন, ‘চ্যালেঞ্জ নেবার ক্ষমতা আছে ভুমিকন্যা ? আপনি ভীরু ? হিম্মত নেই ? আসুন, আমি তৈরি।’


সম্পর্কিত খবর