বাংলাহান্ট ডেস্কঃ বিনা চিকিৎসায় করোনা রোগীর (corona patient) মৃত্যুর অভিযোগ উঠল বেলেঘাটা আইডি-র (beleghata id) বিরুদ্ধে। পরিবারের অভিযোগ অক্সিজেন না পাওয়ায় মারা গিয়েছেন বছর ৭৭ -এর ইলা সরকার। অপরদিকে চিকিৎসায় গাফিলতির অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
করোনার দ্বিতীয় ঢেউ শুরু হতেই দেশে অক্সিজেন সংকট বড় করে দেখা দিয়েছে। বিভিন্ন হাসপাতালে বেড সমস্যা, চিকিৎসক সমস্যার পাশাপাশি অস্কিজেন সমস্যা করোনার দ্বিতীয় ঢেউয়ে একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। করোনার এই দ্বিতীয় পর্যায়ে প্রতিদিনই সংক্রমণের সংখ্যা বাড়ছে এবং সেইসঙ্গে বাড়ছে মৃতের সংখ্যাও।
জানা গিয়েছে, গত ১৫ ই এপ্রিল অসুস্থ অবস্থায় বেলেঘাটা আইডিতে ভর্তি হন পর্ণশ্রীর বাসিন্দা ইলা সরকার। তাঁর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, পরিবারকে না জানিয়েই অসুস্থ রোগীকে আইসিইউ থেকে জেনারেল বেডে স্থানান্তর করে হাসপাতাল কর্তৃপক্ষ। পাশাপাশি অভিযোগ উঠেছে মৃত ইলা দেবী অক্সিজেন না পাওয়ার কারণেই মারা গিয়েছেন।
হাসপাতালের দিকে ওঠা এই অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের দাবী, অক্সিজেনের অভাব এবং চিকিৎসায় গাফিলিতির অভিযোগ সঠিক নয়।