চীনা রাজদূতকে মারতে পাকিস্তানের হোটেলে ভয়াবহ হামলা, মৃত ৪, আহত ১৩

বাংলা হান্ট ডেস্কঃ পাকিস্তানের বালুচিস্তানের রাজধানী কোয়েটার একটি হোটেলের পার্কিংয়ে বোমা বিস্ফোরণ হয়েছে। এই বিস্ফোরণে চার জনের মৃত্যু হয়েছে আর ১৩ জন আহত হয়েছে। বালুচিস্তান পুলিশের কমিশনার তাহির রায় বিস্ফোরণের কথা স্বীকার করেছেন। বালুচিস্তান প্রান্তের রাজধানী কোয়েটার একটি হোটেলে চিনের রাজদূত নিজের প্রতিনিধি মণ্ডলের সঙ্গে ছিলেন। আর সেই সময় হোটেলের পার্কিংয়ে বড়সড় ধামাকা হয়।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রাশিদ আহমেদ বলেন, ‘কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে আর ১২ জন আহত হয়েছে।” যদিও এই বিস্ফোরণের সময় চীনের রাজদূত হোটেলের বাইরে ছিলেন। পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে, একটি গাড়িতে iED লাগানো হয়েছিল।

পুলিশ জানিয়েছে যে, দুজন গুরুতর আহত হয়েছে, হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। এই বিস্ফোরণ বুধবার রাত ১০ঃ৩০ নাগাদ হয়। ঘটনার তদন্তের জন্য হোটেল চত্বর বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেখানে জঙ্গি দমন শাখার জওয়ানদের মোতায়েন করা হয়েছে।

প্রাপ্ত খবর অনুযায়ী, চীনের রাজদূতকে মারার ছক ছিল হামলাকারীদের। কিন্তু সেই সময় চীনের রাজদূত হোটেলেই ছিলেন না।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর