বাংলাহান্ট ডেস্কঃ রাজ্যে চলছে ভোট ষষ্ঠী। সর্বত্র থেকে যথারীতি উঠে আসছে রাজনৈতিক হিংসার খবর। এদিন এবারের হাইভোল্টেজ লড়াইয়ে অন্যতম আরও একটি কেন্দ্র ব্যারাকপুরেও (Barrackpur) চলছে ভোটগ্রহণ। সেই কেন্দ্রের তৃণমূলের সেলেব প্রার্থী রাজ চক্রবর্তী। সকালে সেই তিনি নিজের কেন্দ্রের বুথের বাইরে বিক্ষোভের সম্মুখীন হলেন। তাঁকে ঘিরে উঠেছিল ‘গো ব্যাক’ স্লোগান। এমনকি গেরুয়া শিবিরের গগনচুম্বী ‘জয় শ্রীরাম’ স্লোগানও উঠতে দেখা গিয়ে ছিল সেই বিক্ষোভের মধ্য থেকে।
তবে সেই বিক্ষোভের জেরে সেলেব প্রার্থী রাজ (Raj Chakraborty) যে বিন্দুমাত্র বিচলিত নন তাও জানিয়েছিলেন তিনি। বরং তিনি বলেছেন, ‘পরিস্থিতি বেশ মজাদার’। কারণ ওই বিক্ষোভের মধ্য থেকে কেউ একজন তাঁকে বলেছেন ‘আমি আপনাকেই ভোট দেব, চিন্তা করবেন না’। তারপরই নিজের জয়ের ব্যাপারে আত্মপ্রত্যয়ী রাজ বলেন, ব্যারাকপুরের বেশিরভাগ বিজেপির ভোট পড়বে তৃণমূলে এবং প্রায় ৩০ হাজারেরও বেশি ভোটে লিড দেবে তাঁর দল বলেও দাবি করেন তিনি। পাশাপাশি দিনের শেষে ‘তৃণমূলের (TMC) মুখেই হাসি ফুটবে’ বলে আত্মবিশ্বাসী রাজ।
এবার রাজের এই বক্তব্যের সোজাসাপ্টা জবাব দিনের ব্যারাকপুর কেন্দ্রের বিজেপির (BJP) সেনাপতি অর্জুন সিং (Arjun Singh)। তিনি বললেন, ‘রাজনীতিতে রিটেক নেই, একটাই টেক, হয় জিতবেন, নয় হারবেন।’ এমনকি তিনি এও বলেন, রাজনীতি অত সোজা জিনিস থাকলে সবাই রাজনীতি করত। এদিন অর্জুন সিং দাবি করেন ষষ্ঠ দফাতেই বিজেপি পার করবে ম্যাজিক ফিগার। এমনকি একুশের প্রেস্টিজ ফাইটে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নবান্ন থেকে সরানোই তাঁর লক্ষ বলেন জানান তিনি।
এদিন অর্জুন সিং এক সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে , দেশের সংখ্যালঘুদের একজোট করলে চারটে পাকিস্তান হয়ে যাবে মন্তব্য করা তৃণমূল নেতার বক্তব্য প্রসঙ্গে প্রতিক্রয়া জানাতে গিয়ে বলেন, ‘এই জন্যই জয় শ্রীরাম আরও বেড়ে গিয়েছে। আমরা পাকিস্তান হতে দেব না, এমনকি পাকিস্তান ভাবতেও দেব না’। উল্লেখ্য, এবারের নির্বাচনে প্রার্থী নন অর্জুন সিং। তবে নির্বাচনী সভা মঞ্চ থেকে রাজ চক্রবর্তী একাধিকবার তাঁকেই বিঁধেছেন। এদিন সেই প্রসঙ্গে অর্জুন সিং বলেন, ‘আরে, লড়ছো চন্দ্রমনী শুক্লার সঙ্গে অর্জুন সিংয়ের নাম নেওয়ার কি আছে’। এমনকি তিনি এও বলেন, রাজ চক্রবর্তীর লস গেম সেদিন থেকেই শুরু হয়ে গিয়েছে, যেদিন মঞ্চে উঠে রাজ বলেছিল অর্জুন সিংকে জুতো পেটা করা উচিত। ঠিক এভাবেই রাজ চক্রবর্তীকে বিঁধলেন প্রথমে সিপিএম, পরে তৃণমূল এবং এখন বিজেপির হয়ে লড়াইয়ের ময়দানে নামা অর্জুন সিং।