দেশের ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন, করোনার দ্বিতীয় ঢেউয়ে বড় ঘোষণা মোদী সরকারের

বাংলা হান্ট ডেস্কঃ করোনা মহামারীর সঙ্কটের কথা মাথায় রেখে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার গরিব কল্যাণ অন্ন যোজনা অনুযায়ী আগামী দুই মাস দেশের প্রতিটি ব্যক্তিকে বিনামূল্যে ৫ কেজি খাদ্যশস্য দেওয়ার ঘোষণা করল। গরিবদের জন্য এই খাদ্যশস্য মে আর জুন ২০২১ এ দেওয়া হবে। কেন্দ্র সরকারের এই ঘোষণার ফলে দেশের ৮০ কোটি মানুষ উপকৃত হবেন।

বলে রাখি, গত বছরও লকডাউনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গরিব কল্যাণ যোজনা অনুযায়ী গোটা দেশে বিনামূল্যে রেশন দেওয়ার ঘোষণা করেছিলেন। প্রধানমন্ত্রী শুক্রবার বলেন যে, গরিবদের কাছে পুষ্টিকর খাবার পৌঁছে দেওয়া খুব দরকার। বিশেষ করে দেশ যখন করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সম্মুখীন হয়েছে। কেন্দ্র সরকার এই যোজনা অনুযায়ী ২৬ হাজার কোটি টাকা খরচ করবে।

উল্লেখ্য, আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে দেশে করোনার বেড়ে চলা সংক্রমণ নিয়ে হাই লেভেল বৈঠক করে। গতকাল এই মিটিংয়ের জন্য আজকে বাংলায় জনসভা রদ করেছিলেন প্রধানমন্ত্রী। আর এই বৈঠকের পরেই দেশের মানুষদের জন্য বড় সিদ্ধান্ত নেওয়া হল কেন্দ্র সরকারের পক্ষ থেকে।


Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর