আইপিএলের ধনীতম ক্রিকেটারকে ধুয়ে দিলেন পিটারসন, ‘ও এত দাম পাওয়ার যোগ্য নয়’

বাংলা হান্ট ডেস্ক: এবারের নিলামে সবচেয়ে বেশি দামে বিক্রিত হয়েছেন ক্রিস মরিস। তিনি ভেঙে দিয়েছেন যুবরাজ সিংয়ের আগের রেকর্ড। ১৬.২৫ কোটি টাকা দিয়ে তাঁকে কিনেছেন রাজস্থান রয়্যালস। স্বাভাবিকভাবে দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডারের উপর প্রচার মাধ্যমের নজর ছিল। কিন্তু দিল্লি ক্যাপিটালস ছাড়া অন্যান্য ম্যাচে মোটেও নজর টানতে পারেননি মরিস। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মনে করেন, এবারের আইপিএলে মরিস যা দাম পাওয়ার যোগ্য, তার থেকে অনেক বেশি পেয়েছেন।

পিটারসন মনে করেন, সবচেয়ে দামী ক্রিকেটার হওয়ার কারণে প্রচুর চাপ আসছে মরিসের উপর। প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক বলেন, ‘আমার মুখ থেকে বের হওয়া শব্দগুলো শুনতে হয়তো একটু খারাপ লাগবে কিন্তু এটা সত্যি ওর(মরিসের)যে অর্থ পাওয়া উচিত ছিল তার থেকে অনেক বেশি পেয়েছে।আমার মনে হয় ওই টাকার সংখ্যাটার ও যোগ্য। এটা ওর উপর অতিরিক্ত চাপ তৈরি করছে। যে কারণে নিজের স্বাভাবিক পারফরম্যান্স মেলে ধরতে পারছে না ও।‘

পিটারসন আরও যোগ করেন, ‘ও দক্ষিণ আফ্রিকার জাতীয় দলে জায়গা পাকা করতে পারেনি।আমার মনে হয় ওর থেকে আমরাই বেশি কিছু প্রত্যাশা করেছিলাম।ও সেই ধরেনর ক্রিকেটার নয় যে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করে আসবে।এখনও পর্যন্ত ও বিশেষ কিছু করেনি যা চোখে পড়তে পারে।হয়তো পরবর্তী দুই ম্যাচে ভালো পারফর্ম করলেও করতে পারে কিন্তু ধারাবহিকতা ওর মধ্যে নেই।‘

দিল্লি ম্যাচে দলকে জেতালেও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ব্যর্থ হন কোটিপতি লিগ ইতিহাসের সবচেয়ে দামী ক্রিকেটার।আরসিবির বিরুদ্ধে ব্যাট হাতে মাত্র ১০ রান করেন তিনি। বল করতে নেমে তিন ওভারে ৩৮ রান খরচ করেন। সবমিলিয়ে সমলোচকদের পাশাপাশি রাজস্থান রয়্যালস ফ্যানেরাও মোটেও খুশি নন মরিসের পারফরম্যান্সে।

 


Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর