বাংলা হান্ট ডেস্ক: যদি প্রশ্ন ওঠে জনপ্রিয়তায় সবচেয়ে এগিয়ে কোনও ক্রিকেটার, তাহলে নিঃসন্দেহে সবচেয়ে আগে সবার মাথায় আসবে বিরাট কোহলির নাম।গোটা বিশ্বজুড়ে ছড়িয়ে রয়েছে বিরাটের ফ্যান।সাধারণ দর্শক ছাড়া বহু উঠতি ক্রিকেটার বেড়ে উঠছেন কোহলিকে আদর্শ করে।এমনই এক প্রতিভাবান ক্রিকেটার অথচ বিরাট ভক্তের সঙ্গে আইপিএলের সুবাদে পরিচিত হলেন নেটিজেনরা।বৃহস্পতিবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সঙ্গে ম্যাচ ছিল রাজস্থান রয়্যালসের।ম্যাচের পর অসমের ১৯ বছরের রিয়ান পরাগ ব্যাট নিয়ে এগিয়ে যান কোহলির দিকে, তাঁর থেকে অটোগ্রাফ সংগ্রহ করতে।কিং কোহলি নিরাশ করেননি ‘ভক্ত’ রিয়ানকে।সেই ছবি টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছে রাজস্থান রয়্যালস।
রিয়ানের মনোকামনা ম্যাচের পর পূর্ণ হলেও, রাজস্থানের পারফরম্যান্স মোটেও আশানুরূপ ছিল না। আরসিবির কাছে ১০ উইকেটে বিধ্বস্ত হয় তারা।১৭৮ রানের লক্ষ্য ২১ বল বাকি থাকতেই পার করে যায় কোহলি অ্যান্ড কোং। রিয়ানও এদিন শুরুটা ভালো করলেও তা বড় ইনিংসে পরিণত করতে ব্যর্থ হন।১৬ বলে ২৫ রানের ইনিংস খেলে ডাগ আউটে ফেরেন অসমের এই উঠতি ক্রিকেটার।
যদিও এমনটা করেননি দেশের আরও এক তরুণ প্রতিভা দেবদুত পাদিক্কাল।‘মাস্টার’ বিরাটের সহচর্যে দুরন্ত শতরান করে(১০১ অপরাজিত) দলকে স্মরণীয় জয় এনে দেন ‘স্টুডেন্ট’ দেবদুত। কোহলি অপরাজিত থাকেন ৭২ রানে। টানা চার জয়ের পর আইপিএল পয়েন্ট টেবিলে একনম্বর জায়গা ধরে রেখেছে আরসিবি। অন্যদিকে চার ম্যাচে তৃতীয় হারের পর পয়েন্ট তালিকায় সবচেয়ে নিচে নেমে গিয়েছে ২০০৮ সালের চ্যাম্পিয়নরা।