মুম্বাইয়ের তৃতীয় হার, এই খেলোয়াড়কে দল থেকে ছেঁটে ফেলার জোর দাবি তুললো ক্ষুব্ধ সমর্থকরা

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ শনিবার চেন্নাইয়ের চিপকে ক্রিকেট স্টেডিয়ামে আইপিএলের সপ্তদশ ম্যাচে মুখোমুখি হয়েছিল রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স এবং কে এল রাহুলের পাঞ্জাব কিংস। টসে হেরে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত কুড়ি ওভারে 131 রান তোলে মুম্বাই ইন্ডিয়ান্স। জবাবে ব্যাট করতে নেমে হাতে 9 উইকেট রেখেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় পাঞ্জাব কিংস।

মুম্বাই ইন্ডিয়ান্স হারের বড় কারণ দলের মিডল অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতা। প্রায় প্রত্যেক ম্যাচেই মুম্বাই ইন্ডিয়ান্সের মিডল অর্ডার ব্যাটসম্যানরা ফ্লপ হচ্ছেন। পুরো দলকে টেনে নিয়ে যাচ্ছে রোহিত শর্মা এবং সূর্য কুমার যাদব। এই ম্যাচেও ফের একবার ব্যর্থ হল হার্দিক পান্ডিয়া, ডি’কক, কাইরন পোলার্ডরা। যার জেরে এই আইপিএলে তৃতীয়বার হারের সম্মুখীন হল মুম্বাই ইন্ডিয়ান্স।

এই মরশুমের শুরু থেকে একেবারেই ভাল যাচ্ছে না মুম্বাইয়ের উইকেটরক্ষক ব্যাটসম্যান ডি’ককের জন্য। এখনো পর্যন্ত একটি ম্যাচেও তিনি ব্যাট হাতে সফল হননি। এই ম্যাচেও ঘটল এমনই অবস্থা, মাত্র 5 রান করেই প্যাভিলিয়নে ফিরে গেলেন ডি’কক। তারপর থেকে ডি’কক-কে দল থেকে বাদ দেওয়ার দাবি তুলেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের সমর্থকদের একাংশ। তাদের দাবি লাগাতার খারাপ পারফরম্যান্স করা ডি’কক-কে বাদ দিয়ে প্রথম একাদশে সুযোগ দেওয়া হোক প্রথম ম্যাচেই ব্যাট হাতে জ্বলে ওঠা ক্রিস লিনকে।

X