বাংলাহান্ট ডেস্ক: করোনার (corona) দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে গোটা দেশে। মহারাষ্ট্র, কেরল থেকে বাংলা বহু রাজ্যেই উত্তরোত্তর বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। বেশ কিছু রাজ্যই হেঁটেছে নাইট কার্ফুর দিকে। মহারাষ্ট্র সরকারও যথেষ্ট কড়া করে দিয়েছে আইন।
কিন্তু এর মাঝেও দলে দলে বলি তারকারা পাড়ি দিচ্ছে দেশের বাইরে ভ্যাকেশনে (vacation)। তাঁদের বেশিরভাগেরই পছন্দের গন্তব্য মালদ্বীপ (Maldives)। জাহ্নবী কাপুর থেকে শ্রদ্ধা কাপুর বা সারা আলি খান, একাধিকবার ছুটি কাটিয়ে গিয়েছেন মালদ্বীপ থেকে। তাদের বিকিনি ছবি তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
সম্প্রতি করোনা থেকে মুক্ত হওয়ার পরেই রণবীর কাপুর আলিয়া ভাটও পাড়ি দিয়েছেন মালদ্বীপের উদ্দেশে। তবে এখনো পর্যন্ত কোনো ছবি শেয়ার করেননি তাঁরা। দেশের যখন এমন ভয়াবহ অবস্থা তখন এই তারকাদের গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ানোয় বেশ চটেছেন নেটিজেনরা। এমনকি সিনে ইন্ডাস্ট্রির কয়েকজন সদস্যও রয়েছেন এই দলে।
সম্প্রতি নওয়াজউদ্দিন সিদ্দিকীও (nawazuddin siddiqui) একহাত নিয়েছেন এই সব তারকাদের। এক সাক্ষাৎকারে তাঁকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এই বিনোদন তারকারা ভ্যাকেশনের ছবি শেয়ার করে চলেছেন যখন সারা বিশ্ব সবথেকে ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। মানুষের পেটে খাবার নেই আর আপনারা টাকা ওড়াচ্ছেন। একটু তো লজ্জা করুন।”
নওয়াজউদ্দিন আরো বলেন, “এই সব তারকাদের আর কোনো বিষয়ই তো নেই কথা বলার মতো। অভিনয় নিয়ে কথা বলতে গেলেও দু মিনিটেই কথা শেষ হয়ে যাবে। মালদ্বীপকে তামাশা বানিয়ে রেখেছছন এঁরা। টুরিজ্যম ইন্ডাস্ট্রির সঙ্গেও যে এদের কি আঁতাত রয়েছে। কিন্তু দয়া করে এই সব ভ্যাকেশন গুলো নিজেদের মধ্যেই সীমাবন্ধ রাখুন। করোনা কেস প্রতি মুহূর্তে বেড়ে চলেছে। একটু সহৃদয় হোন। যারা আক্রান্ত তাদের বিদ্রূপ করবেন না।”
অভিনেতা আরো বলেন, এই মুহূর্তে কোথাও ভ্যাকেশনে যাওয়ার কথা কল্পনাও করতে পারছেন না তিনি। নিজের দেশের বাড়ি বুধানায় পরিবারের সঙ্গেই থাকতে চান তিনি। ওটাই তাঁর কাছে মালদ্বীপ বলে মন্তব্য করেন নওয়াজউদ্দিন সিদ্দিকী।