বাংলাহান্ট ডেস্কঃ করোনার (covid-19) দ্বিতীয় ঢেউ যেন সুনামির মত আছড়ে পড়েছে ভারতের বুকে। প্রতিদিনই রেকর্ড সীমা পার করে যাচ্ছে আক্রান্ত সংখ্যা। এই মুহূর্তে দৈনিক সংক্রমণের হিসেবে সারা বিশ্বে শীর্ষস্থানে রয়েছে ভারতের স্থান। এই পরিস্থিতিতে হাসপাতালে বেড সংকট, ওষুধ সংকট এবং সর্বোপরি অক্সিজেন সংকটে ভুগছে গোটা দেশ।
এই সময় অনেকেই অক্সিজেনের সংকটের কারণে আগে থাকতে অক্সিজেন সিলিন্ডার কিনে বাড়িতে মজুত রাখছেন। পরবর্তীতে যদি শ্বাসকষ্ট জনিত সমস্যা দেখা দেয়, আর তখন যাতে কোন সমস্যা না হয়, সেসব বিষয়ের কথা মাথায় রেখে অনেকেই অক্সিজেন সিলিন্ডার মজুত রাখছেন। যার ফলে বাজারে আরও বেশি করে অক্সিজেন সংকট দেখা দিচ্ছে।
এবিষয়ে AIIMS-এর ডিরেক্টর ডা. রণদীপ গুলেরিয়া জানিয়েছেন, ঠিক কখন বুঝবেন আপনার শরীরে অক্সিজেনের মাত্রা কমে গিয়েছে এবং আপনাকে হাসপাতালে ভর্তি হতে হবে। জেনে নিন-
অক্সিমিটারের রিডিং ৯৪-র উপরে থাকা মানে, আপনি সম্পূর্ণ সুস্থ। তবে করোনার কারণে যদি শরীরের অক্সিজেনেটেড হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায় এবং অক্সিমিটারের রিডিং ৯৪-র নীচে নেমে যায়, তাহলে আপনাকে তখনই সতর্ক হতে হবে। আর যদি এই রিডিং ৯০-এর নীচে নেমে যায়, তখন আপনাকে হাসপাতালে ভর্তি হতেই হবে।
অনেক সময় শ্বাসকষ্ট বা বুকে ব্যাথা হলে বুঝবেন শরীরে অক্সিজেনের মাত্রা কম আছে। সেইসময় অক্সিজেন থেরাপি বা প্রোন ব্রেদিং করে শরীরে অক্সিজেনের মাত্রা বৃদ্ধির জন্য ঘরেই কিছুটা অক্সিজেন ম্যানেজ করে নিতে পারবেন।
তবে যাদের শ্বাসকষ্ট, ফুসফুসের অসুখ এবং সর্বোপরি বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে রিডিং ৯১-৯২ লেভেলে থাকলে, বেশি দেরী করা ঠিক নয়। তাদের তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া উচিত। এছাড়া যদি দেখা যায় রোগি ছটফট করছেন, বুকে ব্যাথা করছে, এক নাগাড়ে কাশি হচ্ছে, তীব্র মাথা যন্ত্রণা অনুভব করছেন, এমনকি গা ঠাণ্ডা হয়ে যাচ্ছে এবং চামড়া নীল বা ফ্যাকাশে রং ধারণ করছে, তখন তৎক্ষণাৎ রোগিকে হাসপাতালে ভর্তি করা প্রয়োজন।