বাংলাহান্ট ডেস্কঃ নির্বাচন মিটতেই এক নতুন সমস্যা মাথাচাড়া দিল ভাটপাড়ায় (bhatpara)। সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ পড়ল ভাটপাড়ার রিলায়েন্স জুটমিলের (bhatpara reliance jute mill) গেটে। ঘটনার জেরে উত্তেজিত শ্রমিকরা, শ্রমিক ইউনিয়নের অফিস ভাঙচুর করে আগুন লাগিয়ে দেন।
ভোট মরশুমের বাংলায় একদিকে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। তারউপর নির্বাচনের দিন বিভিন্ন জায়গায় দেখা দিচ্ছে নানা অশান্তির চিত্র। কোথাও ভোটের দিন, আবার কোথাও সুষ্ঠ ভাবে নির্বাচন সম্পন্ন হওয়ার পরদিন উত্তপ্ত হয়ে উঠছে এলাকা।
এরই মধ্যে করোনা সংক্রমণের মাত্রা ঝড়ের গতিতে বৃদ্ধি পাওয়ায় আবারও লকডাউন, কাজ হারানোর ভয়ে শ্রমিক শ্রেণীর মানুষেরা। গতবছরের ভয়াবহ স্মৃতির ঘা এখনও দগদগে রয়েছে। তবে এরই মধ্যে উত্তেজনা ছড়াল ভাটপাড়ায়। সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ লাগইয়ে দেওয়া হল ভাটপাড়ার রিলায়েন্স জুটমিলের গেটে।
শ্রমিকরা জানিয়েছেন, নির্বাচনের পর জুট্মিল খোলার কথা থাকায়, তাঁরা সেখানে গিয়ে দেখা জুটমিলের গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ লাগিয়ে দেওয়া হয়েছে। গেটে লাগানো নোটিশ দেখেই উত্তেজিত হয়ে পড়েন শ্রমিক পক্ষ। আশেপাশের শ্রমিক ইউনিয়নের অফিস ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় শ্রমিকরা। ঘটনার জেরে সেখানে দমকলের একটি ইঞ্জিন উপস্থিত হয়।
জুটমিল খোলার দাবিতে শ্রমিকরা কিছুক্ষণ ঘোষপাড়া রোড অবরোধও করে। কিন্তু তাও কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি মালিকপক্ষের কাছ থেকে। পরবর্তীতে অবরোধ তুলে নেয় শ্রমিক সংগঠন। তাদের দাবি এই ঘটনায় কর্মহীন হয়ে পড়ল প্রায় সাড়ে ৪ হাজার শ্রমিক। এই করোনা আবহে আবারও সংকটের দিনে ফিরছে শ্রমিকরা।