দেবতা গণেশের পুজোর ক্ষেত্রে মেনে চলুন এই বিশেষ নিয়ম, সংসার হবে সুখের

বাংলাহান্ট ডেস্কঃ বাবা মহাদেব ও মাতা দুর্গার অত্যন্ত আদরের সন্তান হলেন দেবতা গণেশ (ganesha)। আমরা অনেকেই বাড়িতে গণেশের পুজো করে থাকি। বার হিসাবে দেখতে গেলে বুধবারকে দেবতা গণেশের বার হিসাবে দেখা হয়ে থাকে। তবে গণেশ পুজোর ক্ষেত্রে বেশ কয়েকটি নিয়ম মেনে চললেই ভগবানের আশির্বাদে আপনার সংসারে খুশি উপছে পড়বে।

bkhbbd

  • গণেশ পুজো করার আগে সারা বাড়ি ভালো করে পরিস্কার করাটা খুবই জরুরী।
  • এরপর স্নান সেরে বিশেষ মন্ত্রের মাধ্যমে দেবতা গণেশের প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। এই মন্ত্র ঋক বেদ বা গণেশ সুক্তায় বর্ণিত রয়েছে।
  • প্রাণ প্রতিষ্ঠার পর ধূপ ও প্রদীপ জ্বালিয়ে আরতি করতে হবে। সেইসঙ্গে ষোড়শপচারে দেবতা গণেশের আরাধনা করতে হয়।

ganesha 1 1

  • গণেশ দেবতার মূর্তির মাথায় লাল চন্দনের টিকা এঁকে সামনে ২১টি দূর্বা ঘাস ও লাল ফুল সাজিয়ে রাখুন। দেবতার সামনেই নারকেল ভেঙে অশুভ শক্তিকে দূর করতে হবে।
  • এরপর দেবতার ১০৮ নাম জপ করে করজোড়ে পরিবারের পরিবারের সুখ, সমৃদ্ধি প্রার্থনা করতে হবে।
  • তবে অবশ্যই পুজোর প্রসাদে লাড্ডু এবং নিজের হাতে গড়া মোদক রাখলে ভালো হয়।
  • দেবতা গণেশের পুজোয় অবশ্যই সিঁদুর ব্যবহার করুন।

Smita Hari

সম্পর্কিত খবর