‘সতীর্থরা ওর অধিনায়কত্ব নিয়ে সন্তুষ্ট নয়’, কার সম্পর্কে বললেন বীরেন্দ্র সহবাগ

বাংলা হান্ট ডেস্ক: কলকাতা নাইট রাইডার্সকে শনিবার রাতে ছয় উইকেটে হারিয়ে টানা তিন ম্যাচ পর জয়ের সরণিতে ফিরেছে রাজস্থান রয়্যালস।কিন্তু বীরেন্দ্র সহবাগের মতো প্রাক্তনের চোখে বেশ কিছু ইস্যু ধরা পড়েছে। যা অতি দ্রুত সমাধানের প্রযোজন মনে করেন বীরু।যার মধ্যে অন্যতম সঞ্জু স্যামসনের অধিনায়কত্ব।প্রাক্তন ভারতীয় ওপেনার জানিয়েছেন, অধিনায়কের পক্ষে মাঠে আরও সক্রিয় হওয়া আবশ্যক।

সহবাগ একটি ইতিবাচক শরীরী ভাষা প্রদর্শনকে গুরুত্ব দিয়েছেন, যেটা নিয়ে সঞ্জু স্যামসনকে এখন অনেক খাটতে হবে। প্রাক্তন এই ব্যাটসম্যান দাবি করেছেন, স্যামসনের বর্তমান শরীরী ভাষা দলের পরিবেশের সাথে সাদৃশ্যপূর্ণ।বীরু একটি ক্রিকেট ওয়েবসাইটে রাজস্থান অধিনায়ক সম্পর্কে বলেন, ‘ও দলের অধিনায়ক। ওর শরীরী ভাষায় স্পষ্ট, দলের বাকি সদস্যরা অধিনায়ককে নিয়ে খুব বেশি খুশি নন। তবে এটা সত্যি যে কোনও খেলোয়াড় যদি নিজের মধ্যে থেকে যান এবং হঠাৎ করে তাকে অধিনায়ক করা হয় তবে তার সাথে কথা বলতে সময় লাগে খেলোয়াড়দের। আমার মনে হচ্ছে সঞ্জু স্যামসনের পক্ষে এটা ভুল প্রমাণিত করা বেশ কঠিন হয়ে উঠেছে।‘

কেকেআরের বিরুদ্ধে জয় সত্ত্বেও রয়্যালস খেলোয়াড়রা দলের চেয়ে একক পারফরম্যান্সের দিকে বেশি জোর দিয়েছিলেন। কিন্তু নজফগড় সুলতান মনে করেন, জয় এলেও দল হিসাবে একত্রিত অত্যন্ত। সহবাগ ব্যাখ্যা দেন যে কীভাবে সামান্য জিনিসগুলোতে উন্নতি করতে পারে স্যামসন পার্থক্য তৈরি করতে পারবেন।সহবাগ যোগ করেন, ‘যখন কোনও বোলার প্রচুর মার খায়, তখন দলের অধিনায়কের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি এই ব্যাপারটা লক্ষ্য করেছি ঋষভ পন্থের মধ্যে। ও যেভাবে বোলারের কাঁধে হাত রেখে ভরসা জোগায়, সেটা তারিফ করার মতো।এটা বোলারদের আত্মবিশ্বাস ফিরিয়ে দেয়। মোদ্দা কথা হল একজন অধিনায়কের তাঁর বোলার বা ব্যাটসম্যানের উপর ভরসা রাখা অত্যন্ত জরুরী।সঞ্জুকে এটা নিয়ে খাটতে হবে।‘

 

 

 

Udayan Biswas

সম্পর্কিত খবর