বাংলাহান্ট ডেস্কঃ তাপমাত্রার পারদ ক্রমাগত বেড়েই চলেছে। তীব্র দাবদাহে জ্বলছে বাংলার মানুষ। আবহাওয়া দফতর (weather office) আগেই জানিয়েছিল, এবছর তাপমাত্রার পারদ পূর্বের সব রেকর্ড ভেঙে দিয়ে নতুন করে রেকর্ড গড়বে। তবে বৃষ্টি হবে স্বাভাবিক নিয়মেই।
কবে বৃষ্টি আসবে, সেই আশায় চাতকের মত অপেক্ষা করছে বাংলার মানুষ। আর অন্যদিকে তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রির ঘর ছোঁয়ার জন্য দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে, এপ্রিলের এই শেষ কদিনে আর বৃষ্টির কোন খবর নেই, নেই কালবৈশাখীর ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও।
হাওয়া অফিস জানিয়েছে, তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি আগামী ৫ দিন বাংলার আকাশে কোন কালো মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাবে না। তাপমাত্রার পারদ সর্বোচ্চ ৪০ ডিগ্রির ঘরে পৌঁছে যাবে। এইভাবে টানা ৭-৮ দিন কলকাতাবাসীর অস্বস্তি বাড়িয়ে মূলত শুষ্ক থাকবে আবহাওয়া। তবে নতুন মাস অর্থাৎ মে মাসের শুরুর দিকে পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজকের আবহাওয়া
সোমবার কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে বেশ কিছু এলাকায় আবছা রোদেলা আকাশ এবং রাতের দিকে আবছা আকাশ থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ কোন পরিবর্তন নাও হতে পারে। তবে অস্বস্তি বাড়বে, সেইসঙ্গে বাড়বে তীব্র দাবদাহও। আপাতত ৩-৪ দিন বৃষ্টির কোন পূর্বাভাস দিতে পারেনি আবহাওয়াবিদরা।