ধোনির টিপস কাজে লাগিয়েই শেষ ওভারে ৩৭ রান, গোপন কথা ফাঁস করলেন জাদেজা

বাংলা হান্ট ডেস্কঃ রবিবার আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে ম্যাচে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস এবং রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করে 191 রান করে চেন্নাই সুপার কিংস। জবাবে ব্যাট করতে নেমে 122 রানেই শেষ হয়ে যায় রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ইনিংস। 59 রানে ম্যাচ জিতে গুরুত্বপূর্ণ দুটি পয়েন্ট নিজেদের দখলে রাখে চেন্নাই। এরই সাথে পয়েন্ট টেবিলের শীর্ষে পৌঁছে গেল চেন্নাই সুপার কিংস।

এইদিন চেন্নাই সুপার কিংসের ইনিংসের শুরুটা দারুণ করেছিল ফ্যাফ ডুপ্লেসি এবং ঋতুরাজ গায়কোয়াড। তারপর সুরেশ রায়না এবং আম্বাতি রাইডু দায়িত্বশীল ইনিংস খেলেন এবং শেষের দিকে নেমে মারকাটারী ইনিংস খেলে আরসিবি বোলারদের কার্যত উড়িয়ে দিলেন চেন্নাইয়ের 32 বছর বয়সী অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।

চেন্নাইয়ের ইনিংসের কুড়ি তম ওভারে বল করতে এসেছিলেন বেঙ্গালুরুর বোলার হর্ষল প্যাটেল। হর্ষল প্যাটেলের সেই ওভারে 5 টি ছয় এবং একটি চারের সুবাদে মোট 37 রান তুলে নেন রবীন্দ্র জাদেজা। জাদেজার 28 বলে 62 রানের ঝোড়ো ইনিংসে ভর করে 191 পৌঁছে যায় চেন্নাই সুপার কিংস।

n274139210e434115efdc3468a2ee67083f2aa6f4fe83ee7b8292cd5a61eb4b0a7a90c2186

ম্যাচ শেষের পর জাদেজা জানিয়েছেন, “আমার পারফরম্যান্সের কৃতিত্ব সম্পন্ন মাহি ভাইয়ের। জাদেজা বলেন, আমি নিজের ফিটনেসের উপর অনেক কাজ করেছি যার জন্যই ভালো ফল হয়। একজন অলরাউন্ডার হওয়া মোটেও সহজ কাজ নয়। এক অলরাউন্ডারকে সব দিকেই নজর রাখতে হয়, সব দিক সামঞ্জস্য রেখে পারফরম্যান্স করতে হয় আমি সেটাই করেছি। তবে এই দিন আমি যখন ব্যাটিং করছিলাম তখন মাহি ভাই আমাকে বলেন আরসিবির বোলাররা বল সবসময় দূরে রাখার চেষ্টা করবে। মাহির পরামর্শ নিয়ে আমি ব্যাটিং করেছি এবং বলে হিট করতে সমর্থ হয়।”

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর