বিপদের দিনে পাশে দাঁড়ানো ভারতের দিকে সাহায্যের হাত আমেরিকার, সমালোচনার জেরে মত বদল বিডেনের

বাংলাহান্ট ডেস্কঃ অবশেষে সম্মতি জানাল আমেরিকা (america)। ভারতের (india) কূটনৈতিক কৌশল এবং আন্তর্জাতিক সমালোচনার জেরে হুশ ফিরল মার্কিন প্রেসিডেন্ট জো বিডেন (Joe Biden) এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের (Kamala Harris)। করোনা আবহে ভারতের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন তাঁরা।

গতবছর করোনা আবহে যখন সুপার পাওয়ার আমেরিকা, মুহূর্তের মধ্যে মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল, সেইসময় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে হাইড্রক্সিক্লোরোকুইন পাঠিয়েছিল ভারত। সে যাত্রায় কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন মার্কিন নাগরিকরা।

jvchcvhcvh

তবে এবছর করোনার দ্বিতীয় ঢেউ ভারতে আছড়ে পড়তেই বেশকিছু চিকিৎসা সংক্রান্ত কাঁচামালের প্রয়োজন হয়ে পড়ে ভারতের, যা বন্ধু দেশ সুদূর আমেরিকার থেকে সাহায্য চেয়েছিল। কিন্তু তখন আমেরিকা জানিয়েছিল, ‘আগে দেশের নাগরিকদের জন্য পর্যাপ্ত করোনা প্রতিষেধক কাঁচামাল রাখা হবে, তার পর ভারতকে সাহায্য করা হবে’।

এরপরই শুরু হয় জোর সমালোচনা। ভারতের কূটনৈতিক কৌশল এবং আন্তর্জাতিক সমালোচনার জেরেই ভারতের পাশে থাকার বার্তা দিলেন জো বিডেন এবং কমলা হ্যারিস। বিডেন জানালেন, ‘প্রথম দিকে যখন আমেরিকার হাসপাতালগুলোর অবস্থা শোচনীয় হয়ে পড়েছিল, তখন ভারত আমাদের অনেক সাহায্য করেছিল। তাই বিপদের দিনে পাশে দাঁড়ানো ভারতের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে বদ্ধপরিকর আমেরিকা’।

একই বার্তা দেন, মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। তিনি জানান, ‘ভারতে টিকা তৈরির কাঁচামাল সরবরাহ করবে আমেরিকা। শীঘ্রই কোভিশিল্ডের জন্য প্রয়োজনীয় কাঁচামাল ভারতে পাঠানো হবে’।

ভারতীয় বংশোদ্ভূতদের মন রাখতে ট্যুইট করেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও। তিনি লেখেন, ‘করোনা আবহে আমেরিকা সবরকমভাবে ভারতকে সাহায্য করবে। ভারতের সাহসী স্বাস্থ্য কর্মী ও নাগরিকদের সুস্বাস্থ্যের জন্য আমি প্রার্থনা করি’।


Smita Hari

সম্পর্কিত খবর