বাংলা হান্ট ডেস্কঃ সোমবার সপ্তম দফার নির্বাচন হচ্ছে কলকাতা সহ রাজ্যের পাঁচ জেলার ৩৪টি আসনে। আজ রাজ্যের মন্ত্রী তথা কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের কেন্দ্র কলকাতা বন্দরেও ভোটগ্রহণ চলছে। সকাল থেকে নিজের কেন্দ্রের চারিদিকে ঘুরে দেখছিলেন ফিরহাদ হাকিম। রাজ্যের মন্ত্রীর কেন্দ্রে যাতে অশান্তি না ছড়িয়ে পড়ে, তা নিয়ে তৎপর ছিল পুলিশ এবং বাহিনী।
আর এরই মধ্যে ফিরহাদ হাকিমকে দেখে ‘জয় শ্রী রাম” স্লোগান দেওয়ায় তৃণমূল আর বিজেপির মধ্যে উত্তাপ ছড়িয়ে পড়ে। নিজের কেন্দ্রে তৃণমূলের একটি ক্যাম্পের সামনে দাঁড়িয়ে কর্মীদের সঙ্গে কথাবার্তা বলছিলেন ফিরহাদ হাকিম। ওই সময় তৃণমূল ক্যাম্পের থেকে একটু দূরে ছিল বিজেপির ক্যাম্প, সেখান থেকে ফিরহাদ হাকিমকে দেখে জয় শ্রী রাম স্লোগান দিতে থাকেন বিজেপির কর্মীরা।
দুই হাত তুলে মনের আনন্দে জয় শ্রী রাম স্লোগান দেন বিজেপির কর্মীরা। আর এর জেরে সাময়িক উত্তাপ ছড়িয়ে পড়ে এলাকায়। যদিও, পুলিশ এবং বাহিনী সজাগ থাকায় তেমন কোনও কিছু নজরে আসেনি। তবে ফিরহাদ হাকিমকে দেখে জয় শ্রী রাম স্লোগান দেওয়ায় চারিদিকে নানান চর্চা হচ্ছে।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার