দেশব্যাপী চলা সঙ্কটের মধ্যে নিজের মেয়েকে ‘কোভিড যোদ্ধা” বানালেন কেন্দ্রীয় মন্ত্রী, চারিদিকে হচ্ছে প্রশংসা

বাংলা হান্ট ডেস্কঃ যখন একজন বাবা তাঁর মেয়ের স্বপ্ন পূরণ হতে দেখে, তখন সেই বাবার বুক গর্বে ভরে যায়। এরকমই এক গর্বিত বাবা হলেন কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডবিয়া। তিনি সম্প্রতি পিপিই কিট পরা নিজের মেয়ের ছবি শেয়ার করেছেন। কেন্দ্রীয় মন্ত্রী লিখেছেন, মেয়েকে কোভিড ওয়ারিয়র রুপে দেখার স্বপ্ন অনেকদ দিনের ছিল।

কেন্দ্রীয় মন্ত্রী তাঁর মেয়ে দিশার একটি ছবি টুইটারে শেয়ার করেছেন। তিনি লিখেছেন, ‘আমার মেয়ে আমার অভিমান দিশা, আমি তোমাকে এই ভূমিকায় দেখার জন্য অনেকদিন ধরে অপেক্ষায় ছিলাম। আমি এটা দেশে গর্বিত যে, তুমি এরকম সঙ্কটের সময় ইন্টার্ন হিসেবে নিজের কর্তব্য পালন করছ।” কেন্দ্রীয় মন্ত্রী লেখেন, ‘তোমার সেবার প্রয়োজন দেশের, আমি নিশ্চিত যে তুমি নিজেকে প্রমাণ করতে পারবে।”

কেন্দ্রীয় মন্ত্রীর এই টুইটের পর সবাই দিশার প্রশংসা করছেন। সবথেকে বড় বিষয় হল, করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশের অবস্থা শোচনীয়। বিগত কয়েকদিন ধরে নতুন আক্রান্তের সংখ্যা ৩ লক্ষের উপরে চলে গিয়েছে। এছাড়াও দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যা দিনদিন বেড়েই চলেছে।”

Koushik Dutta

সম্পর্কিত খবর