বাংলাহান্ট ডেস্কঃ ক্রমশ রোদের তেজে নাজেহাল বাংলার মানুষ। চাতকের মত অপেক্ষারত বৃষ্টির জন্য। এরই মঝে স্বস্তির খবর দিল আবহাওয়া দফতর (weather office)। এই মাসে বৃষ্টির পূর্বাভাস না থাকলেও, আগামী মাসের শুরুতেই নামবে বৃষ্টি, ভিজবে বঙ্গবাসী।
তাপমাত্রার পারদ ক্রমশ ৪০ ডিগ্রির ঘরের দিকে এগিয়ে যাচ্ছে। দুপুর রোদে বাইরে বেরোলেই গা পুড়ে যাওয়ার যোগাড় হয়। সেইসঙ্গে প্যাচপ্যাচে ঘাম আর র্যাশ যেন নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে। এই অস্বস্তির থেকে মুক্তি চাইছে বাংলার মানুষ। কিন্তু এদিকে আবহাওয়াবিদরা কোন ভালো খবরই দিতে পারছিলেন না এতোদিন ধরে। এবারে দিলেন সুখবর। মে মাসের শুরুতেই নামবে ঝেঁপে বৃষ্টি।
এই মাসের বাকি কদিন দক্ষিণের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগণার বেশকিছু এলাকায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তবে মে মাসের প্রথম দিকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া , বীরভূম এবং পশ্চিম মেদিনীপুর এবং মুর্শিদাবাদে। প্রচণ্ড গরমের হাত থেকে স্বস্তি পাবে বাংলার মানুষ।
আজকের আবহাওয়া
বুধবার কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে বেশ কিছু এলাকায় আবছা রোদেলা আকাশ এবং রাতের দিকে মূলত পরিষ্কার আকাশ থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা সামান্য কমলেও সর্বোচ্চ তাপমাত্রার কোন পরিবর্তন নাও হতে পারে। তবে সকালের দিকে রোদের তেজ কিছুটা হলেও কম অনুভূত হলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চড়া রোদের ঝিলিক দেখা দেবে।