বাংলা হান্ট ডেস্কঃ আজ আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে চলেছে দিল্লি ক্যাপিটালস এবং রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বর্তমানে এই দুই দলের পয়েন্ট টেবিলে স্থান একজন দ্বিতীয় অপরজন তৃতীয়। দিল্লি এবং ব্যাঙ্গালুরুর পয়েন্ট সংখ্যা একই থাকলেও নেট রান রেটের বিচারে বেঙ্গালুরুর থেকে কিছুটা এগিয়ে থাকার কারণে বর্তমান পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে অবস্থান করেছে দিল্লি এবং তৃতীয় স্থানে বেঙ্গালুরু।
আজকের লড়াই হতে চলেছে বেশ গুরুত্বপূর্ণ। কারণ এই দুই দলের মধ্যে আজ যে দল জিতবে তারাই চেন্নাইকে সরিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে চলে যাবে। অপর দল থেকে যাবে তিন নম্বরেই।
কয়েকদিন আগেই করোনা ভাইরাসের কারণে আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন দিল্লি ক্যাপিটালস এর তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তারপর দলটি কিছুটা চিন্তায় ছিল তবে দিল্লির চিন্তা কমিয়েছে করোনা ভাইরাস জয় করে দলে ফেরা তরুণ স্পিন অলরাউন্ডার অক্ষর প্যাটেল। অক্ষর প্যাটেল দলে যোগ দেওয়ায় দিল্লির ভারসাম্য বজায় পেয়েছে।
এক নজরে দেখে নেওয়া যাক আজকের ম্যাচে দিল্লির সম্ভাব্য প্রথম একাদশ:-
শিখর ধাওয়ান, পৃথ্বী শ, ঋষভ পন্থ, স্টিভ স্মিথ, শিমরন হেটমায়ার, মার্কোস স্টইনিস, ললিত যাদব, অক্ষর প্যাটেল, অমিত মিশ্রা, আবেদ খান ও কাগিসো রাবাডা।