বাংলা হান্ট ডেস্কঃ মঙ্গলবার আইপিএল এর 22 তম ম্যাচে মুখোমুখি হয়েছিল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচে টসে জিতে বেঙ্গালুরু কে ব্যাটিং করার আমন্ত্রণ জানায় দিল্লি অধিনায়ক ঋষভ পন্থ। প্রথমে ব্যাটিং করে 171 রান করে বেঙ্গালুরু। জবাবে ব্যাট করতে নেমে 170 রানেই শেষ হয়ে যায় দিল্লি ক্যাপিটালসের ইনিংস। মাত্র এক রানে হার স্বীকার করতে হয় দিল্লিকে। আর এই ম্যাচেই ঘটে গেল বেশ কিছু গুরুত্বপূর্ণ রেকর্ড। আসুন সেগুলি সম্বন্ধে জেনে নেওয়া যাক:
1) নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে এটি ছিল আইপিএলের দ্বিতীয় ম্যাচ। এই ম্যাচে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
2) আমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এটি প্রথম আইপিএল ম্যাচ জয়।
3) দিল্লি কে হারিয়ে এই আইপিএলে পঞ্চম জয় তুলে নিল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আইপিএল 2021-এ প্রথম দল হিসেবে পাচঁটি ম্যাচ জিতল আরসিবি।
4) এবি ডিভিলিয়ার্স গতকাল ম্যাচে নিজের আইপিএল ক্যারিয়ারে 5 হাজার রান পূর্ণ করে ফেলেছেন। আইপিএলের ইতিহাসে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে 5000 রানের গন্ডি টপকালেন ডিভিলিয়ার্স।
5) দ্বিতীয় বিদেশি ক্রিকেটার হিসেবে আইপিএলে 5 হাজার রানের গন্ডি টপকালেন এবি ডিভিলিয়ার্স। প্রথম 5 হাজার রান করেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার।
6) আইপিএল 2021 শে প্রথম ক্রিকেটার হিসেবে করোনা প্রটোকল ভাঙলেন দিল্লির সিনিয়র স্পিনার অমিত মিশ্রা। এইদিন বোলিং করার সময় বলে মুখের লালা ব্যবহার করে ফেলেন অমিত মিশ্রা। সঙ্গে সঙ্গে তাকে সতর্ক করে বল স্যানিটাইজ করে দেন ফিল্ড আম্পায়ার।