গেলেন না গেরুয়া শিবিরে, রাজনীতিকে বিদায় জানিয়ে প্রায় ১০ বছর পর প্রথম ভালবাসার কাছেই ফিরছেন দেবশ্রী

বাংলাহান্ট ডেস্ক: একটা সময় দাপটের সঙ্গে রাজত্ব করেছেন টলিউডে। জাতীয় পুরস্কারও ভরেছেন ঝুলিতে। কিন্তু হঠাৎ করেই সব ছেড়েছুড়ে রাজনীতিতে মনো নিবেশ করেন দেবশ্রী রায় (debasree roy)। তুমুল জনপ্রিয় এই অভিনেত্রী একাধিকবার সাংসদও হয়েছেন তৃণমূলের।

কিন্তু হঠাৎ করেই ছন্দপতন হয়। চলতি বিধানসভা নির্বাচনে টিকিট না মেলায় ক্ষোভেই দল ছাড়েন দেবশ্রী। তারপর তুমুল গুঞ্জন উঠেছিল বিজেপিতে যোগ দিচ্ছেন তিনি। কিন্তু সবাইকে বড়সড় চমক দিয়ে রাজনীতি ছেড়ে ফের অভিনয়ের দিকে ঝুঁকলেন দেবশ্রী।

MV5BMTk1MTk1NWYtZWRiOS00NmViLWJjYTctNzE4MjM3NmQyZTUyXkEyXkFqcGdeQXVyNDUzOTQ5MjY@. V1

দীর্ঘ আড়াই দশক পর আবারো বাংলা সিরিয়ালে কামব‍্যাক করতে চলেছেন অভিনেত্রী। প্রযোজক স্নেহাশিস চক্রবর্তীর সিরিয়ালের মাধ‍্যমেই নাকি অভিনয় ফিরবেন দেবশ্রী। সিরিয়ালের চিত্রনাট‍্য নিয়ে নাকি দারুন উচ্ছ্বসিত তিনি। সত্তরের দশকের জীবনযাত্রার কিছু ঝলক নাকি উঠে আসবে এই সিরিয়ালে।

দুই প্রজন্মের গল্প ঘিরেই আবর্তিত হবে সিরিয়ালের চিত্রনাট‍্য। উপরি পাওনা, দেবশ্রীর নাচ। সব মিলিয়ে বেশ জমজমাট বিনোদনই দর্শকরা উপহার পেতে চলেছে তাতে কোনো সন্দেহ নেই। জি বাংলায় সম্প্রচারিত হবে এই সিরিয়াল। করোনা পরিস্থিতিতে সব দিক বিবেচনা করে আগামী মাসে শুটিং শুরু করার কথা আপাতত ভেবে রাখা হয়েছে। সেক্ষেত্রে জুনে শুরু শুরু হবে সম্প্রচার।

দেবশ্রী জানান, একেবারেই ভিন্ন স্বাদের গল্প। তাছাড়া তাঁর চরিত্রটিরও বেশ গুরুত্ব রয়েছে। তাই আর হ‍্যাঁ বলতে দেরি করেননি তিনি। দেবশ্রী ছাড়াও মৌমিতা গুপ্ত, মনোজ ওঝাদের দেখা যেতে পারে এই সিরিয়ালে।

এর আগেও হিন্দি ও বাংলা সিরিয়ালে অভিনয় করেছিলেন দেবশ্রী। তবে সেগুলো এখনকার সিরিয়ালের মতো একেবারেই ছিল না। শেষবার ২০১৭ তে হঠাৎ দেখা ছবিতে অভিনয় করেছিলেন দেবশ্রী।

Niranjana Nag

সম্পর্কিত খবর